লবণের ট্রাকেই পাচার হচ্ছিল ইয়াবা

1

ঈদগাঁও প্রতিনিধি

কক্সবাজারের ঈদগাঁও থানাধীন ইসলামপুর থেকে ইয়াবা পাচারকালে নাপিতখালীর বটতলিতে লবণবোঝাই ট্রাকসহ দুইজনকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ১,৮৮৮টি ইয়াবা। গতকাল রবিবার দুপুরে এ ঘটনা ঘটেছে।
ঈদগাঁও থানার ওসি মো. আবদুল হালিম জানান, ইসলামপুর শিল্প এলাকার শাহ মজিদিয়া সল্ট ইন্ডাষ্ট্রিসহ দুটি মিল থেকে লবণ নিয়ে ট্রাকটি (ঢাকা মেট্রো-ট-২৪-০৯৯৭) ঢাকায় যাচ্ছিল। গোপন তথ্যের ভিত্তিতে ট্রাকটিতে তল্লাশী চালিয়ে ১,৮৮৮টি ইয়াবা উদ্ধার করা হয়।এ ঘটনায় ট্রাক চালক ও মিল শ্রমিককে আটক করা হয়। এছাড়া এসব ইয়াবা পাচারে আর কারা জড়িত, তা উদঘাটনে কাজ করছে পুলিশ।
এদিকে অভিযোগ উঠেছে, দীর্ঘদিন ধরে শিল্প এলাকা থেকে লবণবোঝাই ট্রাকযোগে ইয়াবার বড় বড় চালান দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে দিচ্ছে একটি সংঘবদ্ধ মাদক পাচারকারীচক্র।
ইতিপূর্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে ইসলামপুর থেকে লবণবোঝাই ট্রাকযোগে একাধিক ইয়াবার চালান আটক করা হয়। প্রশাসন ও ট্রান্সপোর্ট মালিকরা লবণবোঝাই ট্রাক, কাভার্ডভ্যান যথাযথ স্ক্যানিং না করায় ইয়াবা পাচারের সুযোগ নিচ্ছে মাদক কারবারিরা।