লন্ডন ব্রিজে হামলা তাদের এক যোদ্ধার কাজ, দাবি আইএসের

156

তাদের এক যোদ্ধা যুক্তরাজ্যের লন্ডন ব্রিজে হামলা হামলা চালিয়েছে বলে দাবি করেছে ইসলামিক স্টেট (আইএস)। জঙ্গি গোষ্ঠীটির বার্তা সংস্থা আমাক শনিবার এক প্রতিবেদনে এ দাবি জানিয়েছে; কিন্তু দাবির পক্ষে তারা কোনো প্রমাণ দাখিল করেনি বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। লন্ডনের স্থানীয় সময় শুক্রবার দুপুরে সংঘটিত এ ছুরি হামলায় দুজন নিহত এবং তিনজন আহত হয়। সন্দেভাজন হামলাকারী ঘটনাস্থলেই পুলিশের গুলিতে নিহত হয়।
আমাকের প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে আইএসের বিরুদ্ধে জোটবদ্ধভাবে লড়াইরত দেশগুলোতে হামলা চালানোর যে ডাক জঙ্গি গোষ্ঠীটি দিয়েছিল তাতে সাড়া দিয়েই এ হামলাটি চালানো হয়েছে। হামলাকারী ২৮ বছর বয়সী উসমান খান গত বছরের ডিসেম্বরে অনুমতিসাপেক্ষে জেল থেকে ছাড়া পান বলে জানিয়েছে ব্রিটিশ পুলিশ। সন্ত্রাসবাদ সংক্রান্ত অপরাধে দোষী সাব্যস্ত হয়ে কয়েক বছর কারাগারে ছিলেন উসমান। লন্ডন মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার নেইল বসু জানান, সন্ত্রাসবাদ সংক্রান্ত অপরাধে ২০১২ সালে দণ্ডিত উসমান তাদের কাছে আগে থেকেই পরিচিত। পুলিশ আসার আগে ঘটনাস্থলে উপস্থিত পথচারী ও সাধারণ জনগণই হামলাকারীকে আটকানোর চেষ্টা করেছিল। শুক্রবারের এ ছুরি হামলাকে ‘সন্ত্রাসী ঘটনা’ হিসেবে ঘোষণা করেছে ব্রিটিশ পুলিশ। বিডিনিউজ