লন্ডন বেকারীকে অর্ধলক্ষ টাকা জরিমানা

11

নিজস্ব প্রতিবেদক

অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার উৎপাদন করায় নগরের লন্ডন বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) পরিচালিত ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী পরিচালিত অভিযানের নেতৃত্ব দেন।
চসিক সূত্র জানিয়েছে, বাকলিয়া থানার এক্সেস রোড মোড়ে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে বেকারী পণ্য ও মিষ্টান্ন দ্রব্য উৎপাদন ও বাজারজাত করার অপরাধে লন্ডন বেকারীর বিরুদ্ধে মামলাপূর্বক ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই অভিযানে পলিথিন মুক্ত বাজার ও পরিবেশ বান্ধব নগর গড়ার লক্ষ্যে চকবাজারের দুইটি দোকানে পলিথিন ব্যাগ পাওয়ায় তাদের বিরুদ্ধে মামলা দিয়ে তিন হাজার টাকা জরিমানা করা হয়। এসময় পলিথিন ব্যবহার না করার জন্য ব্যবসায়ীদেরকে নির্দেশনা প্রদান করা হয়।
অভিযানকালে ম্যাজিস্ট্রেটকে সহায়তা করেন চসিকের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা, কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ।