লন্ডনের রাস্তা উবারের জন্য বন্ধ

38

অ্যাপভিত্তিক ট্যাক্সি সেবার নেটওয়ার্ক উবারকে আর লন্ডনের রাস্তায় চলাচলের লাইসেন্স না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। নিয়ন্ত্রক সংস্থা ট্রান্সপোর্ট ফর লন্ডন বলছে, কিছু ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আনতে পারলেও উবার লন্ডনে ট্যাক্সি সেবার লাইসেন্স পাওয়ার যোগ্যতা প্রমাণ করতে পারেনি।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, লন্ডনে উবারের লাইসেন্স কেড়ে নেওয়ার সিদ্ধান্তটি হয়েছিল ২০১৭ সালে। পরে তাদের ১৫ মাস কার্যক্রম চালানোর অনুমতি দেওয়া হয়। সর্বশেষ গত সেপ্টেম্বরে আরও দুই মাস সময় দেওয়া হয় উবারকে যার মেয়দ রোববার শেষ হয়ে গেছে।