লঙ্কা প্রিমিয়ার লিগও আরব আমিরাতে?

11

কোয়ারেন্টিনের কড়াকড়ির কারণেই শ্রীলঙ্কা সফর বাতিল করেছিল বাংলাদেশ। সেই কড়াকড়িতে এবার লঙ্কা প্রিমিয়ার লিগ শুরু নিয়েও ঝামেলা তৈরি হয়েছে। পূর্ব ঘোষণা অনুযায়ী ২১ নভেম্বর শুরুর কথা থাকলেও সেটি আবারও বিবেচনার কথা ভাবছে আয়োজকরা। এমনকি টুর্নামেন্ট সরিয়ে নেওয়া হতে পারে সংযুক্ত আরব আমিরাত অথবা মালয়েশিয়াতেও! টুর্নামেন্ট ডিরেক্টর রবিন বিক্রমারত্নে এমন আভাস দিয়েছেন ক্রিকইনফোকে। তবে তারা শ্রীলঙ্কাতেই টুর্নামেন্ট আয়োজনে বেশি আগ্রহী। বিকল্প হিসেবে ভাবা হচ্ছে বিদেশি ভেন্যুর কথা।
মূলত ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিন পর্বই সব কিছুতে বাধা হয়ে দাঁড়িয়েছে। শ্রীলঙ্কার স্বাস্থ্য মন্ত্রণালয় ১৪ দিনের কোয়ারেন্টিন বাধ্যতামূলক করায় সেটি চুক্তি ভঙ্গের কারণ দাঁড়িয়েছে কিছু বিদেশি খেলোয়াড়দের জন্য। একই সঙ্গে দেশের বাইরে থেকে আগত ধারাভাষ্যকার ও ব্রডকাস্ট কর্মীদের জন্যও সেটি সমস্যার হয়ে দেখা দিয়েছে। এর আগে সূচি পরিবর্তন করলেও শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি) চাইছে, এই বছরেই টুর্নামেন্টটি যেন মাঠে গড়ায়। তাই তিনটি বিকল্প নিয়ে ভাবছে আয়োজকরা।