লঙ্কান প্রিমিয়ার লিগ ড্রাফটে আট বাংলাদেশি ক্রিকেটার

8

 

লঙ্কান প্রিমিয়ার লিগ (এলপিএল) দ্বিতীয় আসর অনুষ্ঠিত হবে আগামী ডিসেম্বর মাসে। আসন্ন এই টুর্নামেন্টের এবারের আসরের প্লেয়ার ড্রাফটে রয়েছেন আটজন বাংলাদেশি ক্রিকেটার। এই ড্রাফটের জন্য ক্রিকেট বিশ্বের ৬৭৭ খেলোয়াড় নাম নিবন্ধন করা হলেও ২২৫ খেলোয়াড়কে অনুমোদন দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ড্রাফটে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান এবং বাংলাদেশ দলের অধিনায়ক এবং ড্যাশিং ওপেনার তামিম ইকবাল খানের নাম নেই।
তবে তালিকায় জায়গা পেয়েছেন বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। এছাড়া নাম রয়েছে মেহেদী হাসান, সোহাগ গাজী, শফিউল ইসলাম, আফিফ হোসেন, তাসকিন আহমেদ, ইমরুল কায়েস এবং ইবাদত হোসেন। এছাড়া ক্রিস গেইল, ডেভিড মালান, ফাফ ডু প্লেসি, শহিদ আফ্রিদি, জেমস ফকনারসহ বিশ্বের বড় বড় তারকা ক্রিকেটাররাও নিবন্ধন করেছেন এলপিএলে।
বড় চমক হিসেবেই আছে ভারতের দুই ভাই ইরফান পাঠান ও ইউসুফ পাঠানের নাম।