লক্ষ্য হোয়াইটওয়াশ

11

 

এখন পর্যন্ত ওয়ানডেতে ১৪বার প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। এর মধ্যে সবচেয়ে বেশি পাঁচবার জিম্বাবুয়েকে। মঙ্গলবার ওয়ানডে সিরিজের শেষ ম্যাচটিতে স্বাগতিক জিম্বাবুয়েকে হারাতে পারলে সেই সংখ্যা হবে ৬। সোমবার ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে সাইফউদ্দিন জানিয়ে গেলেন, বাংলাদেশের লক্ষ্য এখন তেমনই! এক প্রশ্নের জবাবে তিনি বলেছেন, ‘জিম্বাবুয়েকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই, যেহেতু ঘরের মাঠে সব দলই দুর্দান্ত। এজন্য বেশি মনোযোগ রেখে খেলছি, শতভাগ দিয়ে চেষ্টা করছি। প্রত্যেক সিরিজে হোয়াইটওয়াশের লক্ষ্য থাকে। প্রসেস ঠিক থাকলে ৩-০ ব্যবধানে জিতবো ইনশাহআল্লাহ।’ প্রথম দুই ম্যাচে ব্যাটিংটা ভালো না হলেও দল জিতেছে। শেষ ম্যাচটি জিতলে সুপার লিগের পূর্ণ ৩০ পয়েন্টই অর্জন করবে বাংলাদেশ। সাইফউদ্দিন জানালেন, পয়েন্টের কথা মাথায় রেখেই মনোযোগ দিয়ে খেলছে পুরো দল।