লকডাউন

39

 

কোয়ারেন্টিনে বন্দী বৈশাখ, বিবর্ণ সময়
হঠাৎ যেন থেমে গেছে ঘড়ির কাঁটা, ব্যস্ত শহর
যানজটের যাঁতাকলে পিষ্ট সময়, কর্মচাঞ্চল্য কোরাস।

কখন কাটবে আইসোলেশনের আপেক্ষিক প্রহর-
কখন হাসবে সুবর্ণ সূর্য, সম্মিলিত সালোক সংশ্লেষণে?
জনক‚ন্য বিরানভ‚মি আবার ভরবে পথিকের পদচিহ্নে।

লকডাউনে বেড়েছে মানুষ ও মনুষ্যত্বের ব্যবধান
সমাজবদ্ধ সামাজিক জীব হয়েছে নিস্তব্ধ, নিরুপায়
থমকে গেছে জীবন ও জীবিকা, রুটি-রুজির উৎস।