লকডাউন চলে গেছে করোনা যায়নি : মোদি

21

করোনাভাইরাস মহামারিতে উৎসবের দিনগুলোতে সতর্ক ও সাবধানে থাকার আহŸান জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি বলেন, কখনোই ভাববেন না করোনা শেষ হয়ে গেছে। লকডাউন শেষ হয়েছে, কিন্তু ভাইরাস নয়। উৎসবের দিনগুলোতেও সাবধানে ও সতর্কতা মেনে চলতে হবে। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস এখবর জানিয়েছে। ভারতে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৭৫ লাখ ছাড়িয়ে গেছে। মঙ্গলবারও গত ২৪ ঘণ্টায় ৪৭ হাজারের বেশি নতুন আক্রান্ত শনাক্তের কথা জানানো হয়েছে। আসন্ন উৎসব মৌসুমে সংক্রমণ আরও বেড়ে যাওয়া আশঙ্কা করা হচ্ছে। ভাষণে নরেন্দ্র মোদি বলেন, কৃষক অনেক সময় মাঠে পাকা ফসল দেখে ভাবেন তার কাজ শেষ হয়ে গিয়েছে। কিন্তু তা নয়। যতক্ষণ না ফসল ঘরে উঠছে ততক্ষণ কাজ শেষ নয়। অর্থাৎ, যতক্ষণ না করোনাভাইরাসের বিনাশ হচ্ছে, ততক্ষণ আমাদের লড়াই চালিয়ে যেতে হবে।