লকডাউনে জনসচেতনতা বাড়াতে প্রশাসনের অভিযান

18

রাঙামাটির লংগদু উপজেলার মাইনীমুখ বাজার ও বাইট্টাপাড়া বাজার, লংগদু সদরসহ বিভিন্ন বাজারে লকডাউন ও স্বাস্থ্যবিধি মেনে চলতে উপজেলা প্রশাসনের উদ্যোগে জনসচেতনতা ও উদ্বুদ্ধকরণে অভিযান অব্যাহত রয়েছে। গত ১৯ এপ্রিল লকডাউনের ৬ষ্ঠ দিনেও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাইনুল আবেদীন এসব অভিযান কার্যক্রম পরিচালনা অব্যাহত রেখেছেন। এসময় মুখে মাক্স না পরিধান করার কারণে বিভিন্ন জনকে মোবাইল কোর্টের মাধ্যমে অর্থিক জরিমানা ও মাক্স বিতরণ করেন। অভিযান পরিচালনা কাজে সহযোগিতা করেন, মাইনীমুখ বাজার ব্যাবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মো. আব্দুর রশীদ ও সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন সোহেল, বাইট্টাপাড়া বাজার ব্যাবসায়ী কল্যাণ সমিতির সভাপতি রাকিব হাসান, মোটরসাইকেল চালক ও মালিক সমিতির সভাপতি আবু হানিফ। অপরদিকে গত ১৮ এপ্রিল লংগদু থানার অফিসার ইনচার্জ মো. আরিফুল আমিন মাইনীমুখ বাজার এলাকায় সরকার ঘোষিত লক ডাউনে চেক পোস্ট পরিচালনা করেণ। এবং লকডাউন শতভাগ বাস্তবায়নে সক্রিয় ভূমিকা পালন করছেন।