লকডাউনে খাদ্য সহায়তা নিশ্চিত করতে হবে

9

 

দ্রুততার সাথে সকলের জন্য করোনা ভ্যাকসিন ও লকডাউনে খাদ্য সহায়তা নিশ্চিত করার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) চট্টগ্রাম জেলার উদ্যোগে মানববন্ধন ও সমাবেশে অনুষ্ঠিত হয় সম্প্রতি হাজারী গলিতে। সিপিবি জেলার সম্পাদকমন্ডলীর সদস্য কমরেড ফরিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন জেলার সম্পাদকমন্ডলীর সদস্য কমরেড নূরচ্ছফা ভূঁইয়া, ডা. মহসিন, ডা. আশীষ ঘোষ, কমরেড অজয় সেন, কমরেড অমিতাভ সেন, শ্রমিক নেতা জামালউদ্দীন, ছাত্র নেতা টিকলু দে প্রমুখ। দেশের করোনা ভয়াবহ হওয়ায় বক্তারা উদ্বেগ প্রকাশ করেন। দ্রæততার সহিত ভ্যাক্সিন নিশ্চিত করা, স্বাস্থ্য খাতে দুর্নীতি ও অব্যবস্থা বন্ধ করা এবং লকডাউনে নিন্ম আয়ের মানুষদের জরুরী খাদ্য সহায়তা দেওয়ার ব্যবস্থা করতে হবে। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে হবে। অবিলম্বে সকলের জন্য রেশনিং ব্যবস্থা চালু করতে হবে। বিজ্ঞপ্তি