লকডাউনবিরোধী বিক্ষোভ অস্ট্রেলিয়ায় আটক ২৬৭

7

 

অস্ট্রেলিয়ার একাধিক শহরে শনিবার লকডাউনের বিরুদ্ধে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। এদিন শুধু মেলবোর্নের বিক্ষোভ থেকেই ২৩৫ জনকে আটক করেছে পুলিশ। সিডনি থেকে আটক করা হয়েছে আরও ৩২ জনকে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
প্রতিবেদনে বলা হয়, বিক্ষোভকে কেন্দ্র করে আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষে বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তাও আহত হয়েছেন। মেলবোর্নে প্রায় ৭০০ বিক্ষোভকারী জড়ো হলে পেপার স্প্রে নিক্ষেপ করে পুলিশ। ভিক্টোরিয়া পুলিশ জানিয়েছে, শনিবারের সহিংসতার ঘটনায় ছয় কর্মকর্তাকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। টেলিভিশনের ফুটেজে বিক্ষোভ নিয়ন্ত্রণের চেষ্টাকালে কয়েকজন কর্মকর্তাকে মাটিতে পড়ে যেতেও দেখা যায়। ভিক্টোরিয়া পুলিশ কমান্ডার মার্ক গ্যালিয়ট সংবাদমাধ্যমকে বলেন, ‘আমরা আজ যা দেখেছি তা হলো একদল বিক্ষোভকারী, যারা প্রতিবাদের জন্য নয়, বরং পুলিশের সঙ্গে লড়াইয়ের জন্য একত্রিত হয়েছে।’