লংগদুতে ভ্রাম্যমান আদালতের অভিযান

11

 

রাঙামাটিতে লংগদুতে বাট্টাপাড়া বাজার ও লংগদু সদর এলাকায় বিভিন্ন ক্যাটাগড়িতে ১২ জনকে আর্থিক জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। গত ২৪ জানুয়ারি লংগদু উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাইনুল আবেদীনের নেতৃত্বে লংগদু সদর ও বাইট্টাপাড়া বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এসময় ভোক্তাধিকার সংরক্ষণ আইনে দুই খাবার হোটেল মালিককে এক হাজার টাকা, মুখে মাক্স পরিদান না করে হাট বাজারে ঘুরাফেরা করায় দুই জনকে চারশত টাকা, মোটরযান অধ্যাদেশ আইনে সাতজন মোটরসাইকেল চালককে পনের শত টাকা এবং পাবলিক প্লেসে প্রকাশ্যে ধুমপান করায় এক জনকে দুইশত টাকাসহ মোট ১২ জনকে ৩ হাজার ৬শ টাকা আর্থিক জরিমানা করা হয়।লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাইনুল আবেদীন জানান, এটি একটি নিয়মিত মোবাইল কোট পরিচালনা করার কাজের অংশ। জনসাধারণের সচেতনতা বাড়াতে নিয়মিত মোবাইল কোট পরিচালনা করা হয়। এটি নিয়মিত অব্যাহত থাকবে। একাজে সর্বাত্বক সহযোগিতা করেন লংগদু থানার এস আই মহিদুল ও এস আই দয়ালসহ সঙ্গীয় পুলিশ সদস্যগণ।