লংগদুতে দ্রুত সড়ক, ফায়ার স্টেশন নির্মাণের দাবিতে মানববন্ধন

13

লংগদু প্রতিনিধি

রাঙামাটি জেলাধীন লংগদু উপজেলায় ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স, মাইনীমুখ বাজার পর্যন্ত পাকা রাস্তা এবং লংগদু হতে নারিয়ারচর সংযোগ সড়ক দ্রæত বাস্তবায়নের দাবিতে মানববন্ধনের আয়োজন করা হয়েছে উপজেলা সর্বস্তরের ভুক্তভোগী জনসাধারণের ব্যানারে।
রোববার (২৯ জানুয়ারি) লংগদু উপজেলার সর্বস্তরের ভুক্তভোগী জনসাধারণের আয়োজনে উপজেলার ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স , মাইনীমুখ বাজার পর্যন্ত পাকারাস্তা এবং লংগদু হতে নারিয়ারচর সংযোগ সড়ক দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
লংগদু ভোক্তা অধিকার পরিষদের আহব্বায়ক এবিএস মামুনের সভাপতিত্বে এবং সদস্য সচিব মোঃ সেলিমের সঞ্চালনায়
মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মীর সিরাজুল ইসলাম চৌধুরী ঝান্টু, লংগদু ইউপি চেয়ারম্যান, বিক্রম চাকমা বলি, মাইনীমুখ ইউপি চেয়ারম্যান কামাল হোসেন কমল, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটি সভাপতি, শাহাদাৎ ফরাজী সাকিব, সিনিয়র যুগ্ম সম্পাদক, ইব্রাহিম খলিল, বাইট্টা মটর সাইকেল সমিতির সভাপতি আবু হানিফ, সহ সর্বস্তরের ভুক্তভোগী জনসাধারণ উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, উপজেলা ৪টি ইউনিয়নের সাথে সড়ক পথের যোগাযোগ সহজ করার আহবান জানান বক্তারা। আগামী মার্চ মাসের পূর্বে দাবি বাস্তবায়ন না হলে কঠোর কর্মসূচি পালন করবে বলে জানা যায়।
উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নিকট এর কাছে স্মারকলিপি পেশ করেন তারা।