লংগদুতে ড্রেজার দিয়ে পাহাড় কাটা বন্ধ

3

লংগদু প্রতিনিধি

রাঙ্গামাটির লংগদু উপজেলায় পাহাড় কাটার সময় অভিযান চালিয়ে তা বন্ধ করে দিয়েছে ৩৭ বিজিবি (রাজনগর জোন) সদস্যরা।
জানা গেছে, গত মঙ্গলবার লংগদুর বগাচতর ইউনিয়নের মারিশ্যাচর, শিবারেগা এলাকায় জয়নাল উদ্দিন ও মানিক মিয়া অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে পাহাড়ের মাটি কাটছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে ৩৭ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল শাহ মোহাম্মদ শাকিল আলমের নির্দেশে চাইল্যাতলী বিজিবি সাবক্যাম্পের কমান্ডার আলমগীর হোসের নেতৃত্বে টহল টিম ঘটনাস্থলে অভিযান চালিয়ে পাহাড় কাটা বন্ধ করে দেয়।
এ সময় মাটি কাটার কোন প্রশাসনিক অনুমতি দেখাতে না পারায় পরবর্তীতে অনুমতি ছাড়া পাহাড়ের মাটি কাটলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে তাদেরকে জানিয়ে দেয়া হয়।
অভিযানকালে ইউপি সদস্য তাজুল ইসলাম ও দফাদার সিরাজুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
লে. কর্নেল শাকিল আলম বলেন, পাহাড় কাটা সম্পূর্ণভাবে নিষেধ। এভাবে পাহাড় কাটার কারণে নদী-নালা ভরাট হয়ে যাচ্ছে। যদি কারো জমি একান্তই কাটতেই হয়, তাহলে অবশ্যই তাকে প্রশাসনের অনুমতি নিয়ে কাটতে হবে।