লংগদুতে টিসিবি পণ্য বিতরণ কার্যক্রম পরিদর্শনে ইউএনও

2

লংগদু প্রতিনিধি

রাঙামাটির লংগদু উপজেলার বিভিন্ন ইউনিয়নে রমজান মাসে জনসাধারণের ন্যায্যমূল্যে পণ্য সরবারাহের জন্য সরকারের ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) কার্যক্রম অব্যাহত রয়েছে। সূত্রে জানা যায়, গত সপ্তাহে উপজেলার সাতটি ইউনিয়নের মধ্যে পাঁচটি ইউনিয়ন যথাক্রমে আটারকছড়া, মাইনীমুখ, কালাপাকুজ্জা, বগাচতর, গুলশাখালী ইউনিয়নে তিনজন ডিলারের মাধ্যমে ১২ হাজার ২০টি কার্ডধারী সুবিধাভোগীদের মাঝে টিসিবি পণ্য সরবরাহ দেয়া হয়েছে।
এসব টিসিবি পণ্য সরবরাহ কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেছেন লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাইনুল আবেদীন। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন লংগদু থানার অফিসার ইনচার্জ আরিফুল আমিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আতাউর রহমান প্রমুখ। ইউএনও মাইনুল আবেদীন জানান, মঙ্গলবার থেকে বাকী আরো দুটি লংগদু সদর ও ভাসাইন্যাদম ইউনিয়নে টিসিবি পণ্য সরবরাহ দেয়া হবে। পণ্য বিতরণে কোন অনিয়ম হলে সাথে সাথে ব্যবস্থা নেওয়া হবে বলে ইউএনও জানান।