লংগদুতে গণিত বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত

6

লংগদু প্রতিনিধি

আনন্দে আনন্দে গণিত শিখি এই উক্তিকে সামনে রেখে রাঙামাটির লংগদু উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের গণিত অলিম্পিয়াড কৌশল ব্যবহার করে ‘বিষয়ভিত্তিক গণিত প্রশিক্ষণ’র বুধবার (২৬ অক্টোবর), সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পিইডিপি-৪ প্রকল্পের সহযোগিতায় লংগদু উপজেলা রিসোর্স সেন্টার এই প্রশিক্ষণের আয়োজনে করে। উপজেলা রিসোর্স সেন্টারে আয়োজিত উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ৩০ শিক্ষক ও শিক্ষিকা সাত দিনের গণিত প্রশিক্ষণে অংশ গ্রহণ করেন। এতে প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মোঃ মোস্তাফিজুর রহমান। প্রশিক্ষণ শেষে সমাপনী অনুষ্ঠানে সকলকে সনদ প্রদান করা হয়।