লংগদুতে উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক

9

লংগদু প্রতিনিধি

রাঙামাটির লংগদু উপজেলায় সরকারি বিভিন্ন উন্নয়নমূলক কাজের পরিদর্শন ও স্থানীয় প্রশাসন, ইউপি চেয়ারম্যান, হেডম্যান, কারবারীদের সাথে মতবিনিময় সভা করেন রাঙামাটি জেলা প্রশাসক মিজানুর রহমান। বৃহস্পতিবার(৫ জানুয়ারি) রাঙামাটি জেলা প্রশাসক মিজানুর রহমান লংগদুতে সরকারি সফরে এসে প্রথমে লংগদু থানা প্রশাসন পরিদর্শন করেন। এসময় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল উদ্দিন ফুলের তোড়া দিয়ে জেলা প্রশাসককে শুভেচ্ছা জানান।
এর পর জেলা প্রশাসক উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের সময় সূচি হিসেবে, লংগদু বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শন, বাইট্টাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন এবং উপজেলায় সরকারী আশ্রয়ন প্রকল্পের ঘরগুলো পরিদর্শন করেন। এসময় সফরসঙ্গী হিসেবে ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক এস এ ফেরদৌস, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শামীম ওসমান, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাবিল নওরোজ  বৈশাখ। শেষে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা, জনপ্রতিনিধি, হেডম্যান ও গণ্যমান্যদের নিয়ে মতবিনিময় করেন জেলা প্রশাসক। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত), উপজেলা চেয়ারম্যান আব্দুল বারেক সরকার, আকিব ওসসান, লংগদু থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ ইকবাল উদ্দীন, উপজেলা ভাইস চেয়ারম্যান সিরাজুল (ঝান্টু), মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম, উপজেলা প্রেসক্লাবের উপদেষ্টা এখলাছ মিঞা খান, বীর মুক্তিযোদ্ধা শাহনেওয়াজ চৌধুরী উপস্থিত ছিলেন।