র‌্যাবের হাতে ইয়াবাসহ গ্রেফতার ফটিকছড়ির বাবর

60

নাজিরহাট প্রতিনিধি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ৩ হাজার ৮০০ পিস ইয়াবাসহ র‌্যাব-৩ এর হাতে গ্রেফতার হওয়া ব্যক্তি ফটিকছড়ির বাবর উদ্দিন (৩৩) প্রকাশ গুটি বাবর। তাকে সম্প্রতি রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আষাঢ়িয়ারচর এলাকা থেকে র‌্যাব-৩ ইযাবাসহ তাকে আটক করে। আটক বাবর ফটিকছড়ির বখতপুরের ঝর্ণার দীঘি পাড় এলাকার আমির ভ‚ঁইয়ার বাড়ির মৃত ম‚সার ছেলে। সম্প্রতি এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব-৩ এর সহকারী পরিচালক (মিডিয়া) বীণা রানী দাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোনারগাঁ থেকে বিপুল পরিমাণ ইয়াবাসহ তাকে আটক করা হয়। আটক বাবর স্বীকার করেছে যে, দীর্ঘদিন যাবত টেকনাফ কক্সবাজার থেকে ইয়াবা ক্রয় করে উত্তর চট্টগ্রাম ও চট্টগ্রাম শহর এলাকাসহ রাজধানীর বিভিন্ন স্থানে তারা পারিবারিক সিন্ডিকেটের মাধ্যমে পাইকারী দরে বিক্রয় করে আসছিল। র‌্যাব-৩ জানান, দেশের প্রচলিত আইনে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এলাকায় খোঁজ নিয়ে জানা যায়, বাবর তিন ভাই দুই বোনের মধ্যে সবার ছোট। পূর্বে তাদের পারিবারিক অবস্থা খুবই শোচনীয় ছিল বর্তমানে তারা ইয়াবা ব্যবসা করে অঢেল সম্পদের মালিক হয়েছে। আরো জানা যায়, নানার বাড়ি টেকনাফে হওয়ার সুবাদে সহজে ইয়াবা ব্যবসা শুরু করে। স্থানীয় ইউপি সদস্য জাহেদুল আলম নিকট জানতে চাইলে তিনি বলেন, আমরা শুনেছি আটককৃত বাবর এলাকায় গোপনে ইয়াবা ব্যবসা করত। এ কাজ করে গাড়ি বাড়িসহ স্থাবর অস্থাবর অঢেল সম্পদের মালিক বনে যায়। পরে জানতে পারলাম কিছু দিন আগে তাকে র‌্যাব গ্রেফতার করেছে। মামার বাড়ি ও নিজের শ্বশুর বাড়ি টেকনাফ হওয়াতে সহজে এ কাজ করতো বাবর।