রোয়াংছড়িতে নারী ক্ষমতায়নে কর্মশালা

9

বান্দরবান প্রতিনিধি

বান্দরবানের রোয়াংছড়িতে বেসরকারি উন্নয়ন ও এনজিও সংস্থা সিসিডিবি সিপিআরপি প্রকল্পের আওতায় দারিদ্র বিমোচন কর্মসূচীর নারীর ক্ষমতায়ন প্রকল্পের সূচনার বিষয় নিয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত ১ মে রোয়াংছড়ি উপজেলা পরিষদ সভা কক্ষে সিসিডিপি-সিপিআরপি প্রকল্পের কর্মসূচি কর্মকর্তা উর্মী চৌধুরী সভাপতিত্বে ও উপজেলা নিবার্হী কর্মকর্তা ইউএনও (ভারপ্রাপ্ত) এবং সহকারী কমিশনার (ভূমি) মো. ফখরুল ইসলাম এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন করেন। উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ মাহবুব রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। কর্মশালায় সভাপতি উর্মী চৌধুরী স্বাগতম বক্তব্য বলেন, অত্র উপজেলা নারী ক্ষমতায়নের কর্মসূচী বাস্তবায়ন ও গৃহীত কর্মকান্ড সম্পর্কে অবহিত, সুপারিশ নেওয়া ক্ষেত্রে অনেক বিরম্ভনা সৃষ্ঠি হয়। অত্র উপজেলা ২১টি ফোরাম বা সমিতির গঠন এর মধ্যে সমবায় অধিদপ্তর আওতায় ১৫টি সমিতি ও ফোরামকে রেজিস্ট্রেশন করা হয়েছে।বাকি সমিতি বা ফোরামকে রেজিষ্ট্রেশন অন্তর্ভূক্ত করার জন্য সমবায়ের সুপারিশ দেয়ার সদায় প্রস্তুত আছি। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিসিডিবি এনজিও’র মনিটরিং অফিসার প্রভূরঞ্জন চাকমা, সমাজ সংগঠক উচিংনু মার্মা, সংগঠক মিনুপ্রু মার্মা, হ্লাছেহ্রী মারমা প্রমুখ। সিসিডিবি ফোরামে ৩০ জন উপকারভোগী সদস্য কর্মশালা অংশ নেন। এদিকে প্রধান অতিথি মো. ফখরুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমবায় সমিতিকে জোর দিয়েছে। উন্নয়ন করতে হলে অবশ্যই সমিতি বা ফোরাম সমাজের গুরুত্বপূর্ণ।