রোহিতের যে রেকর্ড এখন মান্দানারও

2

রেকর্ড বইয়ের কাটাকুটি খেলায় দাপট দেখিয়ে চলেছেন স্মৃতি মান্দানা। বার্মিংহামে কমনওয়েলথ গেমসে এসে বাঁহাতি ব্যাটার ছুঁয়েছেন আরও কয়েকটি মাইলফলক। মেয়েদের ওয়ানডে ক্রিকেটের সাবেক এক নম্বর ব্যাটার দখলে নিয়েছেন টি-টুয়েন্টি ফরম্যাটের শীর্ষ তৃতীয় স্থান। ভারতের ক্রিকেট ইতিহাসে এতদিন একটি রেকর্ডের একচ্ছত্র মালিক ছিলেন কেবল রোহিত শর্মা, সেটি এখন মান্দানারও। ছেলেদের দলের অধিনায়ক রোহিত উদ্বোধনী ব্যাটার হিসেবে অনেক আগেই ছুঁয়েছেন দুই হাজার রান।
দ্বিতীয় ভারতীয় হিসেবে সেখানে নাম লিখিয়েছেন মেয়েদের দলের ওপেনার মান্দানা। কমনওয়েলথ গেমসে বার্বাডোজের বিপক্ষে ৭ বলের ইনিংসে তুলেছিলেন মোটে ৫ রান, তাতেই ছুঁয়ে ফেলেছেন দুই হাজার রান। ছোট ফরম্যাটের ক্রিকেটে ছেলে-মেয়ে উভয় বিভাগে এই রেকর্ড আছে আর চার ভারতীয়র। রোহিত শর্মা, বিরাট কোহলি, হারমানপ্রিত কৌর, মিতালি রাজের পর পঞ্চম দুই হাজারি রান সংগ্রাহক এখন মান্দানা। টি-টুয়েন্টি ক্রিকেটে ওপেনার হিসেবে দুই হাজারি ক্লাবে আসতে মহারাষ্ট্রের এই ক্রিকেটার খেলেছেন ৭৯ ইনিংস। ভারতের জার্সিতে ২৭.৪৫ গড়ে তুলেছেন ২,০০৪ রান। দলকে দারুণ সব শুরু এনে দেয়া মান্দানা ওপেনিংয়ে নেমে হাঁকিয়েছেন ১৪টি ফিফটি, আছে ৮৬ রানের ক্যারিয়ারসেরা ইনিংস।