রোহিঙ্গা সংকটে সব সময় পাশে থাকার আশ্বাস তুরস্কের

12

পূর্বদেশ অনলাইন
একদিনের জন্য সফরে আসা তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সোলাইমান সয়লু বলেছেন, ‘রোহিঙ্গা সংকট উত্তরণে তুরস্কের জনগণ সব সময় বাংলাদেশের পাশে আছে। ২০১৭ সাল থেকেই রোহিঙ্গা ভাইবোনদের মানবিক সহায়তা দিয়ে আসছে তুরস্ক। সংকট সমাধান না হওয়া পর্যন্ত ভবিষ্যতেও আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে।’

শনিবার (৮ জানুয়ারি) সকালে কক্সবাজারের উখিয়ার বালুখালী ৯নং রোহিঙ্গা ক্যাম্পে তুরস্ক সরকারের দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (আফাদ) পরিচালিত ৫০ শয্যার ফিল্ড হাসপাতালের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি। গত বছরের ২২ মার্চ অগ্নিকাণ্ডে নির্মাণাধীন এই হাসপাতালটি পুড়ে গিয়েছিল।

রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ায় তুরস্কের জনগণের পক্ষে ধন্যবাদ দেওয়ার পাশাপাশি সুন্দর ক্যাম্প ব্যবস্থাপনার জন্য বাংলাদেশ সরকারের ভূয়সী প্রশংসা করেন তিনি।

পরে তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী ওই এলাকায় অগ্নিকাণ্ডে আশ্রয়হারা রোহিঙ্গাদের জন্যে নির্মাণাধীন অস্থায়ী আশ্রয় কেন্দ্র পরিদর্শনে যান। এ সময় তিনি রোহিঙ্গা শিশু-কিশোরদের সঙ্গে কিছুটা সময় খেলায় মাতেন। এ ছাড়া দোভাষীর সহায়তায় বিভিন্ন বয়সের মানুষের সঙ্গে কথা বলেন।

এরপর ১৭নং রোহিঙ্গা ক্যাম্পে তুর্কি রেড ক্রিসেন্টের স্বাস্থ্যসেবা কার্যক্রম পর্যবেক্ষণসহ তিনি বিভিন্ন প্রকল্প পরিদর্শন করেন।

অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান বক্তব্য রাখেন। এ ছাড়া তুরস্কের স্বরাষ্ট্র উপমন্ত্রী ইসমাইল ছাতাকলু, স্বাস্থ্য উপমন্ত্রী খালিল বল দামির, দুজন সংসদ সদস্য, বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তুরান উপস্থিত ছিলেন।