রোহিঙ্গা ক্যাম্পে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

10

পূর্বদেশ ডেস্ক

কক্সবাজারের টেকনাফের হ্নীলা ইউনিয়নের শালবন ও নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে।
গতকাল সোমবার বিকেলে ১৬ আমর্ড পুলিশ ব্যাটালিয়ানের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়। এর আগে সকালে এ ঘটনা ঘটে।
মৃত শিশুরা হলো মোহাম্মদ সাকেরের ছেলে কামাল সাদেক (৭), ক্যাম্প-২৬ এর শালবাগান ক্যাম্পের নুরু বাশারের ছেলে ইয়াছার (৮) ও নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের মো. আইয়ুবের ছেলে মো. সাইফুল (১০)।
প্রত্যক্ষদর্শীরা জানান, শালবন ও নয়াপাড়া শরণার্থী ক্যাম্পের পাশের মাঠে খেলছিল তিন শিশু। খেলা শেষে পুকুরে নামলে তারা নিখোঁজ হয়। পরে লোকজন গিয়ে তাদের উদ্ধার করে ক্যাম্পের ভেতরে স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
টেকনাফ নয়াপাড়া নিবন্ধিত ক্যাম্পের নেতা মো. ইসলাম জানান, তিন শিশুর মৃত্যুর বিষয়টি কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। পারিবারিকভাবে তাদের দাফন করা হয়েছে। এ ব্যাপারে আর্মড পুলিশ ব্যাটালিয়ন ১৬-এপিবিএনের অধিনায়ক (এসপি) তারিকুল ইসলাম জানান, ক্যাম্পে বসবাসরত লোকজনের সহাতায় তিন শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। খবর বাংলানিউজের