রোহিঙ্গা ক্যাম্পে দুই ডাকাতদলের গোলাগুলি, নিহত ১

11

কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা শরণার্থী শিবিরে দুই দল ডাকাতের মধ্যে গোলাগুলিতে একজন নিহত হয়েছেন। এঘটনায় আরও দুইজন (বাবা ও ছেলে) গুলিবিদ্ধ হয়ে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে নিহত ব্যক্তির কোনো পরিচয় জানা যায়নি। গুলিবিদ্ধ হয়ে আহত দুইজন হলেন নয়াপাড়া রোহিঙ্গা শিবিরের এইচ-ব্লকের মৃত মোহাম্মদ হোসেনের ছেলে মো. সামসুল আলম (৩৮) ও তার ছেলে মোহাম্মদ রাসেল ওরফে ফয়সাল (১৩)।
গত শনিবার দিবাগত রাত সাড়ে নয়টার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রোহিঙ্গা শরণার্থী শিবিরে এ ঘটনাটি ঘটে।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, ‘শনিবার রাতে আধিপত্য বিস্তার ও অভ্যন্তরীণ দ্বন্দ্বে নয়াপাড়া শরণার্থী শিবিরে দুই দল ডাকাতের মধ্যে গোলাগুলিতে একজন অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। তার নাম-ঠিকানা এখনও জানা যায়নি। এ ঘটনায় গুলিবিদ্ধ অবস্থায় শামসুল আলম ও তার ছেলে মোহাম্মদ রাসেলকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। গুলিবিদ্ধ বাবা ও ছেলেকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে নিহত ব্যক্তির কোনো ধরনের পরিচয় শনাক্ত করা না গেলে বেওয়ারিশ হিসেবে দাফনের ব্যবস্থা করা হবে।