রোসাংগিরীতে জয় রাম সংঘের ধর্মসম্মেলন

12

ফটিকছড়ির রোসাংগিরীর সিকদার বাড়িতে জয় রাম সংঘের উদ্যোগে শ্রীশ্রী ঠাকুর রামচন্দ্র দেবের ১৬৩তম আবির্ভাব তিথি উপলক্ষে ৪৫তম সর্বজনীন বার্ষিক মহোৎসব দু’দিনব্যাপী মাঙ্গলিক কর্মসূচির মধ্যদিয়ে গত ৩১ জানুয়ারি সম্পন্ন হয়েছে। এ উপলক্ষে আয়োজিত কর্মসূচির মধ্যে ছিল- ধর্মসম্মেলন, ধর্মীয় সঙ্গীতানুষ্ঠান, দীক্ষা দান, দ্বাদশপ্রহর মহানামযজ্ঞ। ধর্মসম্মেলনে আশীর্বাদক ছিলেন কৈবল্যধামের মোহন্ত মহারাজ শ্রীমৎ কালীপদ ভট্টাচার্য্য। শুরুতে শ্রীমদ্ভগবদগীতা পাঠ করেন প্রণব বসাক, ইমন দেব, বেদবাণী পাঠ করেন শেখর কান্তি সরকার। জয় রাম সংঘের সভাপতি প্রদীপ সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বাসু চৌধুরীর সঞ্চালানায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজহিতৈষী নির্মল দেব। প্রধান বক্তা ছিলেন ধর্ম, সাহিত্য ও সংস্কৃতি সমীক্ষক সুদর্শন চক্রবর্তী। মহান অতিথি ছিলেন সমাজসেবক আশুতোষ সরকার, কৈবল্য ধামের ট্রাস্টি সঞ্জিত কুমার দে ও রতন আচার্য্য। বিশেষ অতিথি ছিলেন আশীষ চক্রবর্তী, সুমন কুমার বণিক, মিলন নাথ, বাবলা কুমার দে। উপস্থিত ছিলেন ননীগোপাল বিশ্বাস, ছত্র নারায়ণ চক্রবর্তী, ডা. নির্মল দে, সমীর দে, বিজন সরকার, সত্যব্রত চৌধুরী, অসীম চৌধুরী, প্রভাস দে, রনজিৎ চৌধুরী, ইউপি সদস্য রাজীব চৌধুরী প্রমুখ। বিজ্ঞপ্তি