রোনালদো-জর্জিনার ‘একত্রবাসে’ বাধা দেবে না সৌদি কর্তৃপক্ষ!

12

স্পোর্টস ডেস্ক

ক্যারিয়ারের পড়ন্ত বেলায় সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ইতিহাসের রেকর্ড মূল্যে সৌদি আরবের ক্লাব আল নসরে যোগ দিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এই খবরটিও পুরনো হয়ে গেছে সবার কাছে। আগামী ২২ জানুয়ারি ঘরের মাঠে এত্তিফাকের বিপক্ষে মাঠে নামবে আল নাসের। সেই ম্যাচে দেখা যাবে ক্রিশ্চিয়ানো রোনালদোকে। তবে আলোচনার সমাপ্তি এখানে টানা যাচ্ছে না; কারণ ‘অবিবাহিত’ রোনালদোর জন্য সৌদি আরব কী আইন পরিবর্তন করবে? এমন প্রশ্ন ছুঁড়ে দিয়েছে পশ্চিমা সংবাদ মাধ্যম। এশিয়ার এ দেশে তার সঙ্গে এসেছেন বান্ধবী জর্জিনা রদ্রিগেজ ও তাদের সন্তান-সন্ততি। আর এতেই শুরু প্রশ্নের; কারণ সৌদির আইনে লিভ ইন নিষিদ্ধ। মানে; বিয়ের আগে কোনো নারী-পুরুষ একসঙ্গে থাকতে পারবেন না। আর এখানেই আইন ভেঙেছেন রোনালদো-জর্জিনা। তাদের একাধিক সন্তান থাকলেও তারা বিয়ে করেননি। তাই সৌদি আইন অনুসারে লিভ ইন এর ফলে তাদের জেল অথবা জরিমানা হতে পারে। তবে রোনালদোর ক্ষেত্রে কিছুই হচ্ছে না। স্পেনিশ সংবাদমাধ্যম ইএফইকে সৌদি আরবের একজন আইনজীবী জানান, রোনালদো ও জর্জিনার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে মনে হচ্ছে না। কারণ সৌদি কর্তৃপক্ষ বিদেশিদের ক্ষেত্রে এখন আর হস্তক্ষেপ করছে না।