রোনালদোকে আরও রেকর্ড গড়াতে চান কোচ

28

ইতালিতে ফিরে ইউভেন্তুসের কোচের দায়িত্ব পাওয়াটাকে ক্যারিয়ারের ‘সবচেয়ে বড় অর্জন’ হিসেবে দেখছেন মাওরিসিও সাররি। জানিয়েছেন, আরও রেকর্ড গড়তে সহযোগিতা করতে চান ক্রিস্তিয়ানো রোনালদোকে। তিন বছর নাপোলির কোচ হিসেবে ইউভেন্তুসকে সবসময় হারানোর চিন্তা করতেন বলেও জানান সর্বশেষ চেলসির হয়ে ইউরোপা লিগের শিরোপা জেতা সাররি। এখন ইউভেন্তুসের কোচ হিসেবে নিজের সেরাটা দিতে চান সাররি। সময়ের অন্যতম সেরা ফরোয়ার্ড ক্রিস্তিয়ানো রোনালদো এখন সাররির শিষ্য। পাওলো দিবালা, দলগাস কস্তার মতো তারকাও আছে দলে। ইতালিয়ান কোচ জানালেন, রেকর্ড ভাঙতে রোনালদোকে সাহায্য করতে চাওয়ার কথা।

“রোনালদো, দিবালা, কস্তা-পার্থক্য গড়ে দেওয়ার মতো মেধাবী এই তারকাদের নিয়ে আপনাকে শুরু করতে হবে এবং তাদেরকে ঘিরে দল গড়তে হবে।”
“রোনালদোকে কোচিং করানো আমার ক্যারিয়ারের আরেকটি ধাপ হবে। আরও নতুন কিছু রেকর্ড গড়তে আমি তাকে সাহায্য করতে চাই।”