রোটারী ক্লাব কমার্শিয়াল সিটির সংবর্ধনা সভা

83

গত ১৪ ফেব্রুয়ারি রাতে নগরীর একটি হোটেলে চিটাগাং কমার্শিয়াল সিটির সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়। এতে অতিথি বক্তা হিসেবে উপস্থিত ছিলেন এনডোসকপি ও গ্যাস্ট্রোএন্ট্রালজির বিশেষজ্ঞ ডাক্তার ইউ,এস,টি,সি’র সহযোগি অধ্যাপক ডাক্তার পূর্নেন্দু বিকাশ শাহা। সভায় সদ্য অনুষ্ঠিত চট্টগ্রাম কর আইনজীবী সমিতির নির্বাচনে ক্লাবের সভাপতি আয়কর আইনজীবী রোটারিয়ান মো. আবছারুল হক ও ক্লাবের যুগ্ম ট্রেজারার রোটারিয়ান রজত শাহা রনি ইসি মেম্বার নির্বাচিত হওয়ায় এবং ক্লাবের প্রেসিডেন্ট নমিনি সদ্য অনুষ্ঠিত সিলেটে রোটারী জেলা কনফারেন্সে মোহাম্মদ ইউনুছ দি রোটারী ফাউন্ডেশনে কন্ট্রিবিউট করে পিএইচএফ অর্জন করায় এবং ক্লাবের সদ্য অতীত সভাপতি রোটারিয়ান মোহাম্মদ আমিন উল্ল্যাহ মোরশেদ এসিসটেন্ট গর্ভনর ডেজিগনেইট নিয়োগপ্রাপ্ত হওয়ায় ক্লাবের পক্ষ থেকে ক্রেস্ট এবং বিভিন্ন উপহার দিয়ে সংবর্ধিত করা হয় এবং তাদের পেশা এবং রোটারী ক্যারিয়ারের উত্তর উত্তর সাফল্য কামনা করে উপস্থিত অতিথিগণ এবং রোটারিয়ানবৃন্দ বক্তব্য দেন। গেস্ট স্পিকার ডা. পি বি শাহা তার বক্তব্যে সকলের বোধগম্য ভাষায় এনডোসকপি এবং গ্যাস্ট্রোএন্ট্রালজির উপর বিস্তারিতভাবে বর্ণনা করেন এবং উপস্থিত সকলেই গুরুত্বপূর্ণ স্বাস্থ্য তথ্য জেনে উপকৃত হন এবং সহজে উক্ত বিষয়ের উপরে চিকিৎসা গ্রহণের ধারনা লাভ করেন। উপস্থিত সকলেই এই ধরনের স্বাস্থ্য বিষয়ক আলোচনা অব্যাহত রাখার আহবান জানান। রোটারিয়ান মোহাম্মদ আবছারুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন চিটাগাং রেইনবো রোটারী ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও এসিসটেন্ট গর্ভনর ডেজিগনেইট রোটারিয়ান জাহিদা আক্তার মিতা, রোটারী ক্লাব অব চিটাগাং ওয়াটারফলের আইপিপি ও এসিসটেন্ট গর্ভনর ডেজিগনেইট রোটারিয়ান প্রফেসর এস,এ,এম, জাকারিয়া, ক্লাব প্রেসিডেন্ট ইলেক্ট রোটারিয়ান মোহাম্মদ শাহিন আলম সরকার, ক্লাব সদস্যবৃন্দ যথাক্রমে প্রফেসর ড. ইঞ্জিনিয়ার মাফজাল আহামেদ, রোটারিয়ান নুরুল আমিন মজুমদার, রোটরিয়ান আমজাদ হোসেন, রোটারিয়ান মোহাম্মদ ইছাক, রোটারিয়ান সরওয়ার আলম ভুঁইয়া শিমুল, রোটারিক ক্লাব অব চিটাগাং মিড টাউনের পি,ই, রোটারিয়ান রহিম উল্ল্যাহ, ক্লাব অতিথি প্রফেসর আলতাফ ফিরোজ, রাগিবুল ইসলাম, আয়কর আইনজীবি জারজিস চৌধুরী, এসিসটেন্ট গভর্নর রোটারিয়ান রেজাউর রহমান খোকন, রোটারী ক্লাব অব চিটাগাং ওয়াটারফল এবং ডেপুটি গর্ভনর রোটারিয়ান মোহাম্মদ আসরার, রোটারী ক্লাব অব চিটাগাং আফটাউন প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন রোটারিয়ান মোহাম্মদ আমিন উল্ল্যাহ এবং রোটারি ইনভোকেশন পাঠ করেন প্রফেসর ড. ইঞ্জিনিয়ার মাফজাল আহামেদ। সংবর্ধনা সভা শেষে জনকল্যানমূলক বিভিন্ন প্রকল্পের বিশেষ করে স্বাস্থ্য প্রকল্প গ্রহণের সিদ্ধান্ত গৃহিত হয় এবং এভিনিউ হোটেল সংলগ্ন পিট স্টপ রেস্টুরেন্টে উপস্থিত সকলেই নৈশ ভোজ গ্রহণ করেন। বিজ্ঞপ্তি