রোটারী ক্লাব অব চিটাগাং নর্থের অভিষেক

6

 

রোটারী ক্লাব অব চিটাগাং নর্থের অভিষেক গত ৫ জানুয়ারি নগরীর একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। রোটারিয়ান মোহাম্মদ আলী আজগরের সভাপতিত্বে ও রোটারিয়ান অধ্যাপক মো. জুলহাস উদ্দিনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির ভিসি প্রফেসর ড. এ এফ এম আওরঙ্গজেব।
প্রধান অতিথি বলেন, বাংলাদেশ ক্রমান্বয়ে উন্নয়নের পথে ধাবিত হলেও এখনও নানামুখি সমস্যা রয়েছে যা এককভাবে সরকারের একার পক্ষে সমাধান করা সম্ভব নয়। তিনি বলেন,২০৪১ সালের সমৃদ্ধ সোনার বাংলা বিনির্মাণের যে অভিযাত্রা শুরু হয়েছে, সেক্ষেত্রে রোটারিয়ানদেরও অবদান রাখতে হবে। রোটারিয়ান জসিম উদ্দিন আহমেদ চৌধুরীর রোটারি প্রত্যয় পাঠের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন আইপিডিজি আবু ফয়েজ খান চৌধুরী, জেলা গভর্নর রুহেলা খান চৌধুরী, সহকারি গভর্নর মোহাম্মদ ইসমাঈল, ইঞ্জিনিয়ার সৈয়দ জুলফিকার আলী নোমান। অনুষ্ঠানে পিডিজি প্রফেসর ড. মো. তৈয়ব চৌধুরী, পিপি ডা. মঈনুল ইসলাম মাহমুদ, পিপি মাহফুজুল হক, পিপি মো. সৈয়দ কেরামতুল আজিম পিন্টু প্রমুখ, রাশেদ মকবুল, মোহাম্মদ শহিদ উল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন। অতিথি রোটারিয়ানদের পরিচয় করিয়ে দেন সিপি সালমা রহমান মণি। ধন্যবাদ জানান এস এম মহিউদ্দিন মুকুট।