রোটারী ক্লাব অব চিটাগাং ইষ্টের ১ম ক্লাব অ্যাসেম্বলি

16

রোটারী ক্লাব অব চিটাগাং ইষ্টের ১ম ক্লাব অ্যাসেম্বলি প্রেসিডেন্ট ইলেক্ট রোটারিয়ান ডা. শেখ মো. মুর্তজা খানের সভাপতিত্বে নগরীর একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। এসময় তিনি ১ জুলাই ২০২২-২৩ এর এক বছরের কর্ম পরিকল্পনা, বাজেট এবং বোর্ড অব ডাইরেক্টরদের নাম ঘোষণা করেন। কর্ম পরিকল্পনার মধ্যে স্বাস্থ্য, শিক্ষা, ট্রাফিক সচেতনতা, স্যানিটেশন, পুষ্টির নিশ্চয়তা, রোটারীর ইমেজ বৃদ্ধি, নারীর কারিগরি শিক্ষা ও কর্মব্যবস্থা ক্ষমতায়নে সহযোগিতা, বিশুদ্ধ পানির নিশ্চয়তা, অতিরিক্ত মোবাইল আসক্তির বিরুদ্ধে সচেতনতা, হুইল চেয়ার বিতরণ এবং রোটারীর ফোরওয়ে টেষ্ট পোস্টার বিতরণ, দুর্যোগ পরিস্থিতিতে আর্থিক সেবা দানের জন্য ফান্ড তৈরি, বøাড ডোনেশন রোটারিয়ানদের স্বাস্থ্য পরীক্ষার ওপরও তিনি জোর দেন।
নতুন বোর্ডে প্রেসিডেন্ট রোটারিয়ান ডা. শেখ মো. মুর্তজা খান, আইপিপি রোটারিয়ান জয়দেব চন্দ্র দাস, প্রেসিডেন্ট ইলেক্ট রোটারিয়ান নাছিমা আক্তার, ক্লাব ট্রেইনার রোটারিয়ান ডা. সুমন রহমান চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট-১ রোটারিয়ান ডা. হাসান জুয়েল, ভাইস প্রেসিডেন্ট-২ রোটারিয়ান ডা. স্বরূপ দাস, ক্লাব সেক্রেটারী রোটারিয়ান ডা. শহীদুল্লাহ কায়সার, জয়েন্ট সেক্রেটারী রোটারিয়ান নিলুফার আজাদ, কোষাধ্যক্ষ রোটারিয়ান পিপি এবিএম জয়নুর রশীদ, ডাইরেক্টর ক্লাব সার্ভিস রোটারিয়ান পিপি আরিফুর রহমান, ডাইরেক্টর ইন্টারন্যাশনাল সার্ভিস রোটারিয়ান ইশতিয়াক দোজা, ডাইরেক্টর ভোকেশনাল সার্ভিস রোটারিয়ান পিপি হাসিনা আক্তার লিপি, বুলেটিং এডিটর রোটারিয়ান ডা. সুদেষ্ণ রক্ষিত, ডাইরেক্টর ইয়থ সার্ভিস রোটারিয়ান পিপি রাকিবুল ইসলাম, ডাইরেক্টর কমিউনিটি সার্ভিস রোটারিয়ান পিপি প্রফেসর জাহাঙ্গীর চৌধুরী, সার্জেন্ট এট আর্মস রোটারিয়ান পিপি কামরুল ইসলাম। এছাড়া পাঁচজন কমিটি চেয়ার ও সাব কমিটির সদস্যের নাম ঘোষণা করা হয়। ৬ জন নতুন সদস্যকে রোটারীর পিন পরিয়ে বরণের মধ্য দিয়ে অনুষ্ঠান সম্পন্ন হয়।
আমন্ত্রিত অতিথি ছিলেন বর্তমান জেলা গভর্নর আবু ফয়েজ খান চৌধুরী, গভর্নর নমিনি ইঞ্জিনিয়ার রোটারিয়ান মতিউর রহমান, পিপি রোটারিয়ান সামিনা ইসলাম, এসিস্ট্যান্ট গভর্নর রোটারিয়ান এম এস জাহাঙ্গীর, জোনালে কো-অর্ডিনেটর-রোটারিয়ান কফিলউদ্দিন মাহমুদ রিপন এবং রোটারী ক্লাব অব চিটাগাং ইষ্ট এর সদস্যরা। বিজ্ঞপ্তি