রোটারী ক্লাব অব চিটাগং কমার্শিয়াল সিটির সভা

63

রোটারী ক্লাব অব চিটাগং কমার্শিয়াল সিটির ৮৩তম পাক্ষিক সভা চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে ১ অক্টোবর ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান মোহাম্মদ ইসহাকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন দৈনিক পূর্বদেশ পত্রিকার সহকারী সম্পাদক প্রফেসর আবু তালেব বেলাল। রোটারিয়ান সৈয়দ ইরফানুল আলমের কোরান তেলওয়াতের মাধ্যমে শুরু হওয়া সভায় রোটারি ইনভোকেশন পাঠ করেন আশীষ বড়ুয়া। বক্তব্য দেন উজ্জল বড়ুয়া, আশেক এলাহি, মোহাম্মদ ইউসুফ, আবছারুল হক, শাহিন আলম সরকার, আরফান উল্লাহ, শাহিন চৌধুরী, রোটারেক্ট প্রেসিডেন্ট মিনার মন্ডল, রোটারেক্ট মিসেস জেসমিন, রোটারেক্ট ফয়সাল ও অতিথি হাসনাত সৌরভ। ট্রেজারের প্রতিবেদন উপস্থাপন করেন অমল বড়ুয়া। প্রধান অতিথি প্রফেসর আবু তালেব বেলাল বলেন, রোটারীর জন্ম হয়েছে মানবকল্যাণের অনিন্দ্য ব্রত নিয়ে। প্রতিষ্ঠার পর থেকেই রোটারী বিশ্বব্যাপী অসহায় মানুষের কল্যাণ ও হত-দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ প্রদানের মাধ্যমে যে অবদান রেখে যাচ্ছে তা নিঃসন্দেহে প্রণিধানযোগ্য।
প্রধান অতিথিকে ক্লাবের পক্ষ থেকে রোটারি স্মারক পিন ও ক্রেস্ট প্রদান করা হয়। নতুন মেম্বার হিসেবে ফোরকান আজাদকে পিন পড়িয়ে ইনভোকেশন পাঠ করান আইপিপি আবছারুল হক। বিজ্ঞপ্তি