রোটারি গ্রেটার চিটাগং ও শেভরণ হেলথ কার্ড চুক্তি

73

রোটারী ইন্টারন্যাশনাল ঘোষিত ডিসেম্বর ডিজিস প্রিভেনশন এন্ড ট্রিটমেন্ট মাস উপলক্ষে গত ২০ ডিসেম্বর রোটারি ক্লাব অব গ্রেটার চিটাগাংয়ের উদ্যোগে নগরীর প্রবর্তকস্থ শেভরণ কনফারেন্স রুমে রোটারি ইন্টারন্যাশনাল ডিষ্ট্রিক-৩২৮২ এর পক্ষে রোটারী ক্লাব অব গ্রেটার চিটাগাং এবং শেভরণ ক্লিনিকেল ল্যাবরেটরি প্রাইভেট লিমিটেড এর মধ্যে একটি প্রায়রিটি হেলথ কার্ডের চুক্তি রোটারি ৩২৮২ এর জেলা গভর্ণর এম. আতাউর রহমান পীর এবং রোটারী ৩২৮২ এর জেলা গভর্নর নমিনি আবু ফয়েজ খান চৌধুরী-এর উপস্থিতিতে সম্পাদিত হয়। চুক্তিতে সই করেন রোটারী ক্লাব অব গ্রেটার চিটাগাং এর সভাপতি আজিজ-উল গণি চৌধুরী এবং শেভরণ ক্লিনিকেল ল্যাবরেটরি (প্রাঃ) লিমিটেড এর পক্ষে সই করেন ফাইনেন্স ডাইরেক্টর ডাঃ সুকান্ত ভট্টাচার্য। রোটারী ৩২৮২ এর জেলা গভর্ণর এম. আতাউর রহমান পীর উক্ত চুক্তি সম্পাদনকে যুগান্তকারী একটি পদক্ষেপ উল্লেখ করে বলেন এর মাধ্যমে রোটারী ক্লাব অব গ্রেটার চিটাগাং শুধুমাত্র চট্টগ্রামের সকল রোটারীয়ান এবং তাদের পরিবারকে স্বাস্থ্য সেবায় সুরক্ষিত করেনি বরঞ্চ রোটারীর প্রচারনায় ও এটা উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরী প্রাইভেট লিমিটেড এর ফাইনেন্স ডাইরেক্টর ডাঃ সুকান্ত ভট্টাচারিয়া বলেন, যারা সমাজের জন্য কাজ করেন তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে সেবা প্রদানের লক্ষে আমাদের এই প্রচেষ্টা। উক্ত চুক্তি সম্পাদন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রোটারী জেলা ৩২৮২ এর ডিস্ট্রিক্ট সেক্রেটারি নিরেশ চন্দ্র দাশ, ডিস্ট্রিক্ট ফার্স্ট লেডি রোটারীয়ান ফিরোজা রহমান, এডিশনাল লেঃ গভর্ণর সিপি মোহাম্মদ শাহজাহান, অ্যাসিস্টেন্ট গভর্ণর এমদাদুল আজিজ চৌধুরী, ক্লাব সেক্রেটারি সৈয়দা কামরুন্নাহার, জয়েন্ট সেক্রেটারি মোহাম্মদ বেলাল, টি আর এফ চেয়ারম্যান রোটারীয়ান মোহাম্মদ আলী, কমিউনিটি সার্ভিস ডাইরেক্টর সদস্য ফিলিপ গোমেজ, ইন্টারন্যাশনাল সার্ভিস ডাইরেক্টর মিজানুর রহমান আপন, শেভরনের জেনারেল ম্যানেজার পুলক পারিয়াল, মার্কেটিং ম্যানেজার ত্রিগুনেশ্বর চৌধুরী, সিনিয়র এক্সিকিউটিভ আশীষ ভট্টাচারিয়া এবং এক্সিকিউটিভ ওমর শরীফ। বিজ্ঞপ্তি