রোটারি ক্লাব রিভারাইন হালদার ৩য় অভিষেক

34

রোটারি ক্লাব অব রিভারাইন হালদার ৩য় অভিষেক অনুষ্ঠান গত ২২ জুলাই সোমবার সন্ধ্যায় নগরীর রীমা কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়। দুই পর্বে অনুষ্ঠিত এ অভিষেকের ১ম পর্বে সভাপতিত্ব করেন সদ্য অতীত সভাপতি আনজুমান আরা বেগম। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র আ.জ.ম নাছির উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা গভর্নর প্রিন্সিপাল এম আতাউর রহমান পীর। সদ্যঅতীত সভাপতি বিগত বছরের কর্মকান্ড তুলে ধরেন এবং অভিষিক্ত সভাপতি মুহাম্মদ মুজিবুর রহমান চৌধুরীকে সভাপতি কলার হস্তান্তর করেন। মঞ্চে উপস্থিত ছিলেন ক্লাব অ্যাডভাইজার ও কিডনি ফাউন্ডেশনের সভাপতি রোটারিয়ান ডা: মঈনুল ইসলাম মাহমুদ, সংবর্ধিত অতিথি চট্টগ্রাম ডেকোরেটার্স মালিক সমিতির সভাপতি হাজী মুহাম্মদ সাহাব উদ্দীন, পিডিজি রোটারিয়ান আব্দুল আহাদ, পিডিজি রোটারিয়ান তৈয়ব চৌধুরী, রোটারি কর্ণফুলী জোনের লেফটেনেন্ট গর্ভনর রোটারিয়ান মাহফুজুল হক, এডি. লেফ. গভ. রোটারিয়ান মুহাম্মদ ওমর আলী ফয়সাল, অ্যাসিস্টেন্ট গভর্নর মাহবুবুর রহমান।
ক্লাব সভাপতি মুহাম্মদ মুজিবুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ২য় পর্বে অতিথি বক্তব্যের পর ক্লাবের নতুন কমিটির পরিচয়পর্ব অনুষ্ঠিত হয়। মুহাম্মদ আব্দুল আজিজ, নুরুল আমিন, আবুল আজাদ, নুরুল হুদা, মুহাম্মদ হোসাইন সহ মোট ১০জনকে আনুষ্ঠানিকভাবে ক্লাবের সদস্যপদ দেয়া হয়। প্রধান অতিথি মেয়র আ.জ.ম নাছির উদ্দিন বলেন, বাংলাদেশে রোটারির ভাবমূর্তি অনেক বৃদ্ধি পেয়েছে। রোটারিয়ানরা তাদের কর্মসেবার মাধ্যমে সমাজের অন্যান্য সংগঠন ও বিত্তশালীদের জন্য অনুকরণীয় হয়ে উঠেছেন। আমি আশা করবো এ সেবার পরিধি আরো অনেকাংশে বৃদ্ধি করে বাংলাদেশের আর্তসামাজিক উন্নয়নে আরো ভূমিকা রাখবে। আর চট্টগ্রাম সিটি কর্পোারেশন সব সময় সযোগীতার হাত বাড়িয়ে দেবে। রোটারি জেলা গভর্নর এম আতাউর রহমান পীর বলেন, রোটারি গত প্রায় ১০০ বছর ধরে সারাবিশ্বে পোলিও নির্মূলসহ মানবতার সেবায় কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশের রোটারি ক্লাবগুলো বিভিন্ন সমাজসেবা মূলক কাজ করে যাচ্ছে। তিনি রোটারি ক্লাব অব রিভারাইন হালদার ভূয়সী প্রশংসা করেন। অনুষ্ঠানে ক্লাবের পক্ষ থেকে উপস্থিত বেশ কিছু প্রকল্প বাস্তবায়ন করা হয়। তারমধ্যে কিডনি ফাউন্ডেশনকে দুই লক্ষ বিশ হাজার টাকা, ১০ জন শির্ক্ষাথীদের মাঝে এক লক্ষ টাকা শিক্ষাবৃত্তি প্রদান, সেনিটেশন প্রকল্পে পঞ্চাশ হাজার টাকা, দুইজন অসহায় মহিলাকে সেলাই মেশিন প্রদান, রোটারি ফাউন্ডেশনে একলক্ষ সত্তর হাজার টাকা অনুদান, একজন ভ্যান চালককে নতুন ভ্যানগাড়ী বাবদ দশ হাজার টাকা প্রদান, দুটি রোটারি ক্লাবের ফ্রি ক্লিনিকে পচিশ হাজার টাকার ঔষদ প্রদান, এবং বয়স্কভাতা তহবিলে পঞ্চাশ হাজার টাকা সহ প্রায় দশলক্ষ টাকার সামাজিক অনুদান প্রদান করা হয়।বিজ্ঞপ্তি