রোটারি ক্লাব চিটাগাং পাইওনিয়র’র শিক্ষাসামগ্রী বিতরণ

33

গত ২১ সেপ্টেম্বর রোটারি ক্লাব অব চিটাগাং পাইওনিয়র ও কর্ণফুলী জোনের ৩৩টি ক্লাবের উদ্যোগে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ৩য় সপ্তাহে প্রথম পর্যায়ে পাইওনিয়রের পার্মানেন্ট স্কুল প্রজেক্ট হিসেবে বসুন্ধরা মডেল স্কুল এন্ড কলেজে গরীব ও মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। রোটারি বেসিক এডুকেশন এন্ড লিটারেচি মাস হিসেবে শিক্ষা কার্যক্রম হিসেবে মূলত এই কর্মসূচিটি পালন করা হয়েছে। শিক্ষা সামগ্রী বিতরনের পাশাপাশি ডেঙ্গু সচেতনতা ও নৈতিক শিক্ষার উপর গুরুত্বারোপ করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন রোটারি ক্লাব অব চিটাগাং পাইওনিয়র এর প্রেসিডেন্ট রোটারিয়ান সুদীপ কুমার চন্দ। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রোটারি ক্লাব অব ইসলামাবাদের প্রেসিডেন্ট রোটারিয়ান প্রকৌশলী আলতাফ মোহাম্মদ হান্নান, রোটারি ক্লাব অব চিটাগাং ইস্ট এর প্রেসিডেন্ট রোটারিয়ান ড. সুমন রহমান। রোটারি ক্লাব অব চিটাগাং পাইওনিয়র এর চাটার্ড প্রেসিডেন্ট রোটারিয়ান এডভোকেট মো. শাহ আলম পিএইচএফ, পিপি রোটারিয়ান মো. এরাদাত উল্লাহ, আরএফএসএম, এফসিএ, পিপি রোটারিয়ান ফজলুর রহমান স্বপনসহ বসুন্ধরা মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জান্নাতুল ফেরদৌস এবং স্কুল পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ ও শিক্ষক-শিক্ষিকাবৃন্দ। বিজ্ঞপ্তি