রোটারি ক্লাব কমার্শিয়াল সিটির সেলাই মেশিন বিতরণ

10

রোটারী ক্লাব অব চিটাগং কর্মাশিয়াল সিটির নিয়মিত সভা ও সেলাই মেশিন বিতরণ গত ২৫ নভেম্বর চিটাগং ক্লাব গেস্ট হাউজ মিলনায়তনে ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান সৈয়দ ইরফানুল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় ভোকেশনাল সার্ভিসের আওতায় কর্মসংস্থানের লক্ষে সেলাই মেশিন বিতরণ করা হয়।
রোটারিয়ান শাহীন আলম সরকার এমপিএইচএফ’র পবিত্র কোরআন তেলওয়াতের মাধ্যমে দিয়ে শুরু হওয়া সভায় প্রধান অতিথি ছিলেন ডিস্ট্রিক্ট গর্ভণর ইলেক্ট রোটারিয়ান ইঞ্জিনিয়ার মতিউর রহমান এমপিএইচএফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিষ্ট্রিক্ট সেক্রেটারি রোটারিয়ান মোহাম্মদ শাহজাহান পিএইচএফ, জোনাল কো-অর্ডিনেটর রোটারিয়ান কফিল উদ্দিন রিপন, ডিষ্ট্রিক্ট কনফারেন্স ২০২৩’র চেয়ারম্যান রোটারিয়ান এম এ কাশেম, এসিস্টেন্ট গভর্ণর রোটারিয়ান শাহ আলম, রোটারিয়ান মোহাম্মদ শফিকুল ইসলাম শামীম, রোটারিয়ান আব্দুর রব। বক্তব্য রাখেন রোটারিয়ান মোহাম্মদ ইসহাক, রোটারিয়ান অমল বড়–য়া পিএইচএফ, রোটারিয়ান মোহাম্মদ ইউসুফ, রোটারিয়ান আশিষ বড়–য়া, রোটারিয়ান জ্যোতিময় বড়–য়াা, রোটারিয়ান ফখরুল ইসলাম, রোটারিয়ান হাসনাত সৌরভ, রোটারেক্ট জেসমিন আক্তার, মিনার মÐল, অনিরুদ্ধ বড়–য়া প্রান্ত প্রমুখ। ভোট অব থ্যাঙ্কস প্রদান করেন আইপিপি রোটা. অমল বড়–য়া পিএইচএফ। পরে ক্লাবের পক্ষ থেকে একজন অসহায় দুঃস্থ মহিলাকে সেলাই মেশিন প্রদান করেন প্রধান অতিথি।