রোজায় ব্যাংক লেনদেন ৫ ঘণ্টা

9

পূর্বদেশ ডেস্ক

আসন্ন রোজার মাসে ব্যাংকের লেনদেন চলবে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত। তবে লেনদেন পরবর্তী আনুষঙ্গিক কাজ সারতে বিকেল ৪টা পর্যন্ত ব্যাংক খোলা থাকবে। বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ সাইট সুপারভিশন গতকাল বুধবার এক সার্কুলারে রোজার সময় ব্যাংকের এই সময়সূচি জানিয়ে দিয়েছে। সেখানে বলা হয়েছে, রোজায় রবিবার থেকে বৃহস্পতিবার ব্যাংক লেনদেন হবে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত। এর মধ্যে বেলা ১টা ১৫ থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকলেও ‘অভ্যন্তরীণ সমন্বয়ের মাধ্যমে’ ব্যাংকের লেনদেন অব্যাহত রাখা যাবে। খবর বিডিনিউজের
রোজার মাস শেষে ব্যাংকের সময়সূচি আগের অবস্থায় ফিরে যাবে বলে সার্কুলারে জানানো হয়েছে। এমনিতে এতদিন ব্যাংক খোলা থাকত সকাল ১০টা থেকে ৫টা পর্যন্ত। এর মধ্যে সাড়ে ৩টা পর্যন্ত লেনদেন করা যেত। প্রতিবছর রোজার সময় ইফতারের সুবিধার জন্য সরকারি-বেসরকারি অফিসের পাশাপাশি ব্যাংকের সময়সূচিও সমন্বয় করা হয়। এবছর রোজায় অফিসসূচি নির্ধারণ করা হয়েছে সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত।