রোগী যাতায়াতে সিএমপি উত্তর বিভাগের পরিবহন সেবা

19

 

চলমান লকডাউনে গাড়ি ও এ্যাম্বুলেন্স স্বল্পতার কারণে হাসপাতালে রোগীদের যাতায়াতে পরিবহন সেবার উদ্যোগ নিয়েছে পুলিশ প্রশাসন। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর পিপিএম-এর নির্দেশে উপ-পুলিশ কমিশনার (উত্তর) মো. মোখলেছুর রহমান সম্প্রতি কোভিড-১৯ সহ জরুরী রোগী পরিবহনে সিএমপি’র উত্তর বিভাগের ফ্রি রোগী পরিবহন সার্ভিস উদ্বোধন করেন। পরিবহন সার্ভিসে ১টি এ্যাম্বুলেন্স ১ টি মাইক্রোবাস ও ১৮ টি সিএনজি ট্যাক্সি বিনামূলে রোগী পরিবহন সেবা দিতে প্রস্তুত রয়েছে। লকডাউনকালীন এই সেবা চালু থাকবে।
জরুরি রোগী পরিবহনে গাড়ি বা এ্যাম্বুলেন্সের সংকট থাকলে সিএমপি’র উত্তর বিভাগের চারটি থানায় ডিউটি অফিসারের নম্বরে যোগাযোগ করলে এই ফ্রি পরিবহনসেবা মিলবে। সিএমপির উত্তর বিভাগ এলাকা হতে চট্টগ্রাম মহানগরে যে কোন স্থানে বিনামূল্যে রোগী পরিবহনে এই সেবা পাওয়া যাবে। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আবু বক্কর সিদ্দিক, চট্টগ্রাম মহানগর কমিউনিটি পুলিশিং সদস্য সচিব অহিদ সিরাজ চৌধুরী স্বপনসহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও কমিউনিটি পুলিশিং উত্তর বিভাগের বিভিন্ন কমিটির নেতৃবৃন্দ। সেবা পেতে যোগাযোগ করা যাবে পাচঁলাইশ থানাঃ ০১৩২০-০৫২৪৭৬, চান্দঁগাও থানাঃ ০১৩২০-০৫২৪৪৯, খুলশী থানাঃ ০১৩২০-০৫২৫০৩, বায়েজিদ থানাঃ ০১৩২০-০৫২৫৩০ ফোন নম্বরে। বিজ্ঞপ্তি