রেস্টূরেন্টকে ৫০ হাজার টাকা জরিমানা

18

পটিয়ায় হোটেলে পর্দা দিয়ে তৈরি করা আলাদা কক্ষে চলতো শিক্ষার্থীদের অবাধ মেলামেশা। পর্দা দিয়ে আলাদা কক্ষ তৈরি, অনুমোদনহীন ও নোংরা পরিবেশে খাবার তৈরির দায়ে পৌরসদরের ডাকবাংলো এলাকায় বৈশাখী রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা জরিমানা ও সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল রবিবার দুপুরে পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাবিবুল হাসান এ অভিযান পরিচালনা করেন। জানা গেছে, বৈশাখী হোটেলসহ কয়েকটি হোটেলে পর্দা দিয়ে আলাদা কক্ষ তৈরি করায় স্কুল কলেজের সময়ে বিভিন্ন ছাত্র-ছাত্রীরা অবাধ কার্যকলাপ ও মেলামেশার সুযোগ পেত। এমন অভিযোগে ভ্রাম্যমাণ আদালত গতকাল অভিযান পরিচালনা করেন। ওই সময় ওই অভিযোগের সত্যতা এবং রেস্তোরায় নোংরা পরিবেশে খাবার তৈরি ও বাঁসি খাবার পরিবেশনের প্রমাণ পায়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল হাসান জানান, পটিয়ায় বৈশাখী রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তারা অনুমোদনহীন ভাবে রেস্টুরেন্ট ব্যবসা চালিয়ে আসছিল তাই তাদের হোটেল সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়েছে। পর্দা দিয়ে আলাদা কক্ষগুলো একীভুত করার নির্দেশ দেওয়া হয়েছে। তারা লিখিতভাবে এসব অঙ্গীকার করার পর হোটেলটি খুলে দেওয়া হবে।