রেলওয়ে স্পেয়ার্স এন্ড এক্সেসোরিস সাপ্লাইয়ার্স এসো’র বার্ষিক সভা

16

বাংলাদেশ রেলওয়ে স্পেয়ার্স এন্ড এক্সেসোরিস সাপ্লাইয়ার্স এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা ১৭ সেপ্টেম্বর চট্টগ্রাম ক্লাবে অনুষ্ঠিত হয়। এসোসিয়েশনের সভাপতি ফেরদৌস হুদা চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য দেন এসোসিয়েশনের প্রথম সহ সভাপতি গোলাম আজম, দ্বিতীয় সহ সভাপতি এস এম ইকবাল মোর্শেদ, অর্থ সম্পাদক মাসুদ হোসেন, পরিচালক জাকির হোসেন, আকবর হোসেন, এনায়েত কবির, নূর আজম বাচ্চু, জি এম কিবরিয়া, মাঈনুল আহাসান রাসেল, সুজন দত্ত। দীলিপ কুমার দাশের সঞ্চালনায় বক্তব্য দেন মো. সিরাজুল ইসলাম, অধ্যাপক আসলাম হোসেন, ইঞ্জিনিয়ার মোজাম্মেল, পেয়ার আহম্মেদ মজুমদার, কাজী মো. কাউছার, হাসিনুর রহমান চৌধুরী সবুজ প্রমুখ।
সভায় বক্তারা বলেন, বর্তমান সরকার সারা বাংলাদেশের রেলওয়েকে একটি শক্তিশালী যুগোপযোগী নেটওয়ার্ক হিসেবে গড়ে তোলার জন্য প্রায় ৫ লক্ষ ৫৫ হাজার ৬৩২ কোটি টাকা পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করে। যা ইতোমধ্যে বাস্তবায়িত হচ্ছে। রেলওয়ের কিছু অসাধু কর্মকর্তা রেলওয়ের সাথে সংশ্লিষ্ট ব্যবসায়ীদেরকে বিভিন্নভাবে হয়রানি করে চলেছে। যা সরকারের উন্নয়ন প্রকল্পকে বাধাগ্রস্ত করছে। দ্রæত এই সমস্যা সমাধান এবং ঠিকাদারদের বকেয়া বিল পরিশোধের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনায় বসার তাগিদ দেন তারা। সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশ ভোজের আয়োজন করা হয়। বিজ্ঞপ্তি