‘রেমিট্যান্স পাঠিয়ে অর্থনীতিকে সমৃদ্ধ করছেন প্রবাসীরা’

9

ইউএই প্রতিনিধি

আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর বলেছেন, প্রবাসাীরা একদিকে রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনীতিকে সমৃদ্ধশালী করছেন। অন্যদিকে দেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরছেন বিশ্বমঞ্চে। ডিসেম্বর মাসে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের পরিমাণ ছিল প্রায় ১৩০ কোটি ডলার, যা দেশের অর্থনীতিকে চাঙ্গা রাখতে সহায়ক ভূমিকা রাখছে। গত ২৯ জানুয়ারি দেশটির রাজধানী আবুধাবিতে বাংলাদেশ মহিলা সমিতি আয়োজিত বনভোজনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের মোট জনসংখ্যার অর্ধেক নারী। তাদেরকে জাতীয় কর্মকাÐ থেকে দূরে সরিয়ে রাখলে দেশের উন্নয়ন তরান্বিত হবে না। নারীদের সম্পৃক্ত করে তাদের মেধা কাজে লাগাতে হবে। তাছাড়া কর্মজীবী নারী ও উদ্যোক্তা হিসাবে যারা আমিরাতে কাজ করেন বা করতে চান তাদেরও সহযোগিতা করতে হবে। নারীদের অংশগ্রহণে সামাজিক বন্ধন আরো শক্তিশালী হবে। সুন্দর শান্তিপূর্ণ বাংলাদেশি কমিউনিটি গঠনে তাদের অংশগ্রহণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
সংগঠনের সভাপতি রাষ্ট্রদূতপতœী সালমা জাফরের সভাপতিত্ব করেন। সঞ্চালনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক পপি রহমান। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দূতাবাসের মিশন প্রধান মিজানুর রহমান, সিআইপি মুহাম্মদ ওমর ফারুক চৌধুরী, আবুধাবি বঙ্গবন্ধু পরিষদের সিনিয়র সহ সভাপতি ইমরাদ হোসেন ইমু, সহ-সভাপতি শওকত আকবর, যুগ্ম সম্পাদক মুহাম্মদ মইনুদ্দিন, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি আশীষ কুমার বড়–য়া প্রমুখ।