রেমিট্যান্সযোদ্ধা প্রবাসীরা দেশের সম্পদ

5

 

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার কৃষ্ণপদ রায়ের সঙ্গে মতবিনিময় করেছেন প্রবাসী বাংলাদেশিদের শীর্ষ সংগঠন এনআরবি সিআইপি এসোসিয়েশন। সম্প্রতি নগরের দামপাড়ায় সিএমপি সদর দপ্তরে সাধারণ সম্পাদক ওমান প্রবাসী বাংলাদেশি শিল্পোদোক্তা মোহাম্মদ ইয়াছিন চৌধুরীর নেতৃত্বে এসোসিয়েশনের প্রতিনিধি দল মতবিনিময় করেন। বৈঠকে এসোসিয়েশনের নেতারা প্রবাসীদের আইনগত, নিরাপত্তাসহ বিভিন্ন সহায়তায় সিএমপির ‘প্রবাসী সহায়তা ডেস্ক’-এর কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানান। তারা বলেন, ডেস্কের মাধ্যমে নানাভাবে উপকৃত হচ্ছেন সারাবিশ্বের বসবাসরত চট্টগ্রাম অঞ্চলের শত শত প্রবাসী। প্রবাসের কর্মস্থল থেকেই পুলিশি সেবা, আইনি সহায়তা, পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে পারছেন তারা।
পুলিশ কমিশনার কৃষ্ণপদ রায় জাতীয় অর্থনীতিতে প্রবাসী বাংলাদেশিদের অবদানের কথা উল্লেখ করে বলেন, রেমিট্যান্সযোদ্ধা প্রবাসীরা আমাদের সম্পদ। তাঁরা যেন দেশ-প্রবাসে নিশ্চিন্ত-নিরাপদ থাকতে পারেন সেদিকে আমাদের বিশেষ নজর রয়েছে, সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকি। বেঠকে সিএমপির উপপুলিশ পুলিশ কমিশনার (সিএসবি) মঞ্জুর মোরশেদ এবং এসোসিয়েশনের সহ সভাপতি কাজী সরোয়ার হাবিব সিআইপি (জাপান), অর্থ সম্পাদক প্রকৌশলী আশরাফুর রহমান সিআইপি (ওমান), কার্যকরী পরিষদের সদস্য মোহাম্মদ জসিম উদ্দিন সিআইপি (দুবাই) ও আব্দুল করিম সিআইপি (ওমান) এবং সদস্য রফিকুল ইসলাম লিটন সিআইপি উপস্থিত ছিলেন।