রেভারেন্ড বসওয়ার্থ স্মিথ এর চোখে মহানবী (স.)

35

পূর্বদেশ ডেস্ক

আপন আলোয় উজ্জ্বল প্রিয়নবী হযরত মোহাম্মদ মোস্তফা (স.)। তাঁর কর্ম ও জীবনদর্শন বিশ^জনীন। তাই তিনি বিশ^নবী (স.)। ইসলাম ধর্মাবলম্বী ছাড়াও বিশে^র অমুসলিম বিশিষ্টজনদের কাছেও তিনি শ্রদ্ধা ও সম্মানের পাত্র। অমুসলিম অনেকেই তাঁকে মূল্যায়ন করেছেন নানা দৃষ্টিকোণে। কেমন ছিলেন প্রিয়নবী হযরত মোহাম্মদ (স.)-এ প্রসঙ্গে রেভারেন্ড বসওয়ার্থ স্মিথ এর মন্তব্য আজ তুলে ধরা হলো :
‘তিনি এক সাথে ছিলেন সিজার এবং পোপ কিন্তু তিনি পোপ ছিলেন পোপের ভান করা ছাড়াই এবং সিজার ছিলেন কোনো সৈন্যবাহিনী ছাড়াই। স্থায়ী সেনাবাহিনী ছাড়া, একজন দেহরক্ষী ছাড়া, একটি রাজপ্রাসাদ ছাড়া, নির্দিষ্ট রাজস্ব ছাড়া যদি কোনো মানুষের এটা বলার অধিকার থাকে যে তিনি শাসন করেছিলেন দৈব শক্তিতে তাহলে এটা ছিলেন মোহাম্মদ (স.) কারণ তাঁর সকল শক্তি ছিল এর হাতিয়ার এবং এর সমর্থন ছাড়াই।