রেফারির ‘বর্ণবৈষম্য’ আচরণের তদন্ত চায় চেন্নাই

21

শ্রীলঙ্কান রেফারি লাকমাল ভিরাক্কোডির বিরুদ্ধে বর্ণবৈষম্য মূলক আচরণের অভিযোগ তুলেছে চেন্নাই সিটি এফসি। রেফারি তাদের জাপানি মিডফিল্ডার কাতসুমি ইয়ুসাকে ‘চায়নাম্যান’ ডাকায় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কাছে তদন্তের দাবি জানিয়েছে ভারতের ক্লাবটি। রেফারি বর্ণবৈষম্য করেছেন, ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এমন অভিযোগই করলেন চেন্নাইয়ের সহকারী কোচ সাত্যিয়া। একজন জাপানিকে চায়নিজ ডাকায় আবেগি হয়ে তুলকালাম করেছেন কাতসুমি, ভাষ্য তার।
‘কাতসুমি একজন জাপানি খেলোয়াড়। আর জাপানিরা এমনিতেই একটু বেশি আবেগি হয়। রেফারির এমনটা করা উচিত হয়নি। আর তিনি আমাদের ভারতীয় ফুটবলারদের নিয়েও কিছু বাজে মন্তব্য করেছিলেন। তাই আমরা খেলা ছেড়ে উঠে যেতে চেয়েছিলাম।’ ‘রেফারি ওকে চায়নাম্যান বললেন কেন? আমরা ফেডারেশনের কাছে তদন্তের দাবি করছি।’ ঘটনা বৃহস্পতিবার বিকেলের। শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ টুর্নামেন্টে বসুন্ধরা কিংস ও চেন্নাই সিটি এফসির ম্যাচে এদিন ঘটেছে একাধিক অপ্রীতিকর কাÐ। লাল কার্ড দেখেছেন দুই দলের কোচসহ চেন্নাইয়ের দুই ফুটবলার। হলুদ কার্ড ছিল আরও চারটি। ম্যাচের ২৪ মিনিটে এক ফাউল থেকে শুরু উত্তেজনার।