রেড ক্রিসেন্ট স্বেচ্ছাসেবকরা দেশ গঠনে ভূমিকা রাখছে

21

 

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ও সিটি ইউনিটের সহযোগিতায় যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রাম এর আয়োজনে ৭ম বিভাগীয় যুব রেড ক্রিসেন্ট ক্যাম্প -২০২৩ ‘যুব নেতৃত্বের প্রসার, সবুজ বিশ্বের অঙ্গীকার’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সরকারি শারীরিক শিক্ষা কলেজ-এ ক্যাম্পের দ্বিতীয় দিনের কার্যক্রম সম্পন্ন। ২ মার্চ দ্বিতীয় দিনের পতাকা নামানো অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এম রেজাউল করিম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ট্রেজারার মোহাম্মদ আবদুস সালাম, সোসাইটির ব্যবস্থাপনা পর্ষদ সদস্য ও জেলা রেড ক্রিসেন্টের ভাইস চেয়ারম্যান ডা. শেখ শফিউল আজম, সিটি রেড ক্রিসেন্টের সেক্রেটারি আবদুল জব্বার। সাব ক্যাম্প সমূহ নামান যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রাম এর প্রাক্তন যুব প্রধান এইচএম সালাউদ্দিন, এইচএম মহিউদ্দিন, সৌমিত্র চৌধুরী, শহীদুল ইসলাম, বেনজীর বিন ইসলাম খান,কাজী তৌফিকুল আজম, ফখরুল ইসলাম চৌধুরী পরাগ, মো. ইসমাইল হক চৌধুরী, সিটি রেড ক্রিসেন্ট কার্যকরী সদস্য মো. ইমতিয়াজ। প্রধান অতিথির বক্তব্যে সিটি মেয়র বলেন, মানুষের কল্যাণে আর্তমানবতার সেবায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবকরা। রেড ক্রিসেন্ট স্বেচ্ছাসেবকরা মানবসেবায় উদ্বুদ্ধ হয়ে দেশ গঠনেও ভূমিকা রাখছে। পতাকা উত্তোলন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান ও চট্টগ্রাম জেলা পরিষদ এ টি এম পেয়ারুল ইসলাম, জেলা শিক্ষা অফিসার মুহাম্মদ ফরিদুল আলম হোসাইনী, জেলা রেড ক্রিসেন্টের কার্যকরী পর্ষদ সদস্য ফখরুল ইসলাম চৌধুরী পরাগ। পতাকা উত্তোলন শেষে সারাদিনব্যাপী রেড ক্রস রেড ক্রিসেন্ট প্রশিক্ষণ, বর্ডার গার্ড বাংলাদেশ এর মাধ্যমে শৃঙ্খলিত ও দেশপ্রেম, বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশন এর শারীরিক সক্ষমতা ও শৃঙ্খলা, সামগ্রী প্রদর্শন, দুর্যোগে সাড়া প্রদান বিষয়ে মহড়া প্রদর্শন ও প্রশিক্ষণ, তথ্য যোগাযোগ বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হয়। বিজ্ঞপ্তি