রেড ক্রিসেন্ট চট্টগ্রামের বিনামূল্যে সবজি বাজার

57

 

লকডাউনে খাদ্য সমস্যা দেখা দিয়েছে নিম্ন ও অসহায় পরিবারগুলোতে। এমতাবস্থায় সেইসব পরিবারগুলির হাতে খাদ্য সামগ্রী হিসেবে চাউল ও কাঁচা সবজি তুলে দিয়ে তাদের পাশে দাঁড়ালেন রেড ক্রিসেন্ট চট্টগ্রাম। কোভিড- ১৯ সেবা কার্যক্রমের অংশ হিসেবে সপ্তাহব্যাপী কার্যক্রমের প্রথম দিনে ২১ এপ্রিল নগরীর চকবাজার এলাকায় ফ্রি সবজি বাজার বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ও সিটি ইউনিটের তত্ত্বাবধানে যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রাম এর বাস্তবায়নে পরিচালনা করা হয়। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ব্যবস্থাপনা পর্ষদ সদস্য ও জেলা রেড ক্রিসেন্টের ভাইস চেয়ারম্যান ডাঃ শেখ শফিউল আজম ও সিটি ইউনিটের সেক্রেটারী আব্দুল জব্বার এর দিক নির্দেশনায় অসহায় ও নিম্নবিত্তদের চাউল, পটল, আলু, বরবটি, মিষ্টি কুমড়া, টমেটো, লাউ ইত্যাদি উপকরণ সমূহ বিতরণ করা হয়। উক্ত বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্ট চট্টগ্রাম সিটি ইউনিটের সেক্রেটারী আব্দুল জব্বার, সিটির ইউনিট লেভেল অফিসার মুহাম্মদ ইয়াহইয়া বখতিয়ার, যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রাম এর যুব প্রধান গাজী মোঃ ইফতেকার হোসেন ইমু, সাংগঠনিক বিভাগীয় প্রধান তানভীর আহমেদ চৌধুরী মাহিন, রক্ত বিভাগীয় প্রধান ইস্তাকুল ইসলাম চৌধুরী ইশান ও কার্যকরী পর্ষদ সদস্যবৃন্দ। বিতরণকালে আব্দুল জব্বার বলেন, মানবতার সেবায় কোভিডকালীন যুব রেড ক্রিসেন্টের সেবা কার্যক্রম অন্যান্য দৃষ্টান্ত। ফ্রি সবজি বাজার কার্যক্রমের মাধ্যমে মানুষের কাছে বিনামূল্যে সবজি পৌছেঁ দিচ্ছে আমাদের স্বেচ্ছাসেবকরা। মানবতার সেবার ব্রতে এ কার্যক্রম মহৎ ভূমিকা রাখছে।