রেড ক্রিসেন্ট চট্টগ্রামের ৩য় স্কুল কলেজ প্রতিনিধি কর্মশালা

11

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ও সিটি ইউনিটের উদ্যোগে যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রাম এর বাস্তবায়নে ১ এপ্রিল নগরীর সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে সহশিক্ষা কার্যক্রমের আওতায় ১১২ জন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের কর্মশালা অনুষ্ঠিত হয়। ৩য় যুব রেড ক্রিসেন্ট প্রতিনিধি কর্মশালায় দিনব্যাপী প্রতিনিধিদের বিভিন্ন বিষয়ের ওপর সেশন এবং বিভাগীয় কার্যক্রম নিয়ে বিস্তারিত ধারণা প্রদান করা হয়। উক্ত কর্মশালা সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোসাইটির ব্যবস্থাপনা পর্ষদ সদস্য ও জেলা রেড ক্রিসেন্টের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ডা. শেখ শফিউল আজম। যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রাম এর যুব প্রধান গাজী মো. ইফতেকার হোসেন ইমু’র সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সোসাইটির যুব ও স্বেচ্ছাসেবক বিভাগ এবং ডিজাস্টার রেসপন্স বিভাগ এর পরিচালক ইমাম জাফর সিকদার,চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্টের সেক্রেটারী আব্দুল জব্বার। যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রাম এর সাংগঠনিক বিভাগীয় প্রধান তানভীর আহমেদ চৌধুরী মাহিন এর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন উপ যুব প্রধান-১ জনি চৌধুরী, উপ যুব প্রধান-২ আমিনুল হক তারেক।
প্রধান অতিথির বক্তব্যে ডা. শেখ শফিউল আজম বলেন, কর্মশালায় প্রশিক্ষিত হওয়ার মাধ্যমে প্রতিনিধিরা শতভাগ স্কুল কলেজ দল গঠন করতে পারবে। রেড ক্রিসেন্ট কার্যক্রম মানবিকতার পাশাপাশি সহ শিক্ষা কার্যক্রমে অন্যান্য দৃষ্টান্ত স্থাপন করেছে। বিজ্ঞপ্তি