রেড ক্রিসেন্টের মাসব্যাপী বিনামূল্যে চিকিৎসা চলছে

63

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ও সিটি ইউনিটের উদ্যোগে যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের বাস্তবায়নে নগরের মির্জাপুলস্থ ডা. শেখ শফিউল আজমের বাসভবনে গত ১ সেপ্টেম্বর থেকে মাসব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্প শুরু হয়। পাঁচলাইশ থানাধীন শুলকবহর ওয়ার্ডের মুরাদপুর এলাকার মির্জাপুল ডেকোরেশন গলিসহ আশেপাশের এলাকার নন কোভিড রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়ার লক্ষ্যে ‘ফ্লু কর্ণার ও ইনভেস্টিগেশন সেল’ এর কার্যক্রমও শুরু করেছে রেড ক্রিসেন্ট চট্টগ্রাম। এ কার্যক্রমে মেডিসিন বিশেষজ্ঞ, শিশু ও গাইনী চিকিৎসা সেবা এবং সেবাপ্রাপ্তদের মাঝে বিনামূল্যে ঔষধ বিতরণ করা হচ্ছে। ‘ফ্লু কর্ণার ও ইনভেস্টিগেশন সেল’ কার্যক্রমে বিভিন্ন রোগীদের চিকিৎসাসেবা প্রদান করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ম্যানেজিং বোর্ড সদস্য ও বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ডা. শেখ শফিউল আজম এবং ডা. শেখ সানজানা শারমিন। উল্লেখ্য, পুরো সেপ্টেম্বর মাসব্যাপী মির্জাপুলস্থ ডা. শেখ শফিউল আজম এর বাসভবনে নন কোভিড রোগীদের সকাল ১০টা হতে দুপুর ১টা পর্যন্ত চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। প্রয়োজনে যোগাযোগ: ০১৫৩৭৩০৬৩৬০। বিজ্ঞপ্তি