রেডব্রিজ পাবলিক স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান

51

সাহিত্য-সংস্কৃতি ও ক্রীড়া, প্রাতিষ্ঠানিক শিক্ষার অঙ্গ। এমন ¯‌স্লোগানে নাচে গানে গত ২৮ নভেম্বর বৃহস্পতিবার নগরীর রেডব্রিজ পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হয়ে গেল বার্ষিক শিক্ষা সমাপনে ক্লাসপার্টি ও সাংস্কৃতিক অনুষ্ঠান। কোরআন থেকে তেলাওয়াত দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে গীতাপাঠ, ত্রিপিটক থেকে পাঠ, জাতীয় সঙ্গীতের মাধ্যমে উদ্বোধন হয় ক্লাসপার্টি ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
দেশাত্ববোধক, আসামিগান, হিন্দিগান ও ছড়াগানের সাথে নৃত্য। চমৎকার কৌতুকাভিনয়, আবৃত্তি বিদ্যালয় শিক্ষার্থীদের পরিবেশনা অভিভাবক ও দর্শকদের আনন্দ দেয়। দিনব্যাপী অনুষ্ঠানে জেসমিন আক্তারের সঞ্চালনায় স্কুলের অধ্যক্ষ অর্পন বড়–য়ার সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাংবাদিক সুপলাল বড়–য়া, ট্যালেন্ট গ্রামার স্কুলের পরিচালক কাঞ্চন কুমার বড়–য়া, সাংবাদিক সুবল বড়–য়া। শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে উপস্থিত ছিলেন সিমলা দাশ, সোলতানা আক্তার, হুমাইরা বেগম, লিটা রায়, মেহেরুননেছা, আইরিন আক্তার, হাসনাহেনা, নূর হোসেন, আনিকা, জান্নাতুল মিনা, মোবারকা বেগম, ফারজানা আক্তার, জেরিন, এনি প্রমুখ।