রেজাউল করিম ফাউন্ডেশনের ফল বিতরণ

17

সৎকর্মের মাধ্যমে ধর্ম বেঁচে থাকে। আর এই সৎকর্মের জন্য প্রয়োজন নৈতিকতা। তাই ধর্মীয় ও প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিকতা শিক্ষা দেওয়া বড় প্রয়োজন। গত রবিবার রেজাউল করিম সিকদার ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় নগরীর টাইগারপাসের খুলশী থানাস্থ বাটালী হিল এলাকার ইসলামিয়া তাহ্ফিজুল কুরআন মাদরাসার শিক্ষার্থীদের মাঝে একশত কপি পবিত্র কুরআন শরীফ ও মৌসুমি ফল বিতরণকালে বক্তারা উপরোক্ত মন্তব্য করেন। এতে সমাজকর্মী লায়ন জাহেদুল করিম বাপ্পী বলেন, রেজাউল করিম সিকদার ফাউন্ডেশনের ধারাবাহিক কর্মসূচি হিসেবে কুরআন শরীফ ও ফল বিতরণ করা হয়েছে। তিনি বলেন, সৎকর্ম মানুষের ঘুমান্ত বিবেককে জাগিয়ে তুলে। ধর্মপ্রাণ মানুষদের উচিত শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো যাতে তারা সৎ সাহস এবং মনোবল নিয়ে অধ্যায়ন শেষ করতে পারে। এ সময় উপস্থিত ছিলেন, মাদরাসার দায়িত্বশীল ব্যক্তিবর্গ এবং আহমেদ আজম, মুরাদ আহমদ (শাওন), রুপা সাজিব, সোহনা, মিথিলা প্রমুখ। বিজ্ঞপ্তি