রেজাউল করিম ফাউন্ডেশনের ধান কাটা উৎসব পালন

3

কৃষকদের কষ্টের ভাগিদার হতে হাটহাজারী শিকারপুর ইউনিয়নের বাথুয়া এলাকায় রেজাউল করিম সিকদার ফাউন্ডেশনের টিমের ৮ সদস্য গত রবিবার সকাল ৯ টা থেকে বিকেল চারটা পর্যন্ত ধান কেটে উৎসব পালন করে।
সংগঠনের নির্বাহী পরিচালক লায়ন মো. জাহেদুল করিম বাপ্পী সিকদার এই ধান কাটা উৎসবের উদ্বোধন করেন। এ সময় অতিথি ছিলেন বুড়িশ্চর ইউনিয়নের ব্যবসায়ী লায়ন ওসমান আবেদী। উপস্থিত ছিলেন প্রকল্প পরিচালক কৃষিবিদ কাজী গোলাম মোস্তফা, প্রবাসী ব্যবসায়ী নাজিম উদ্দিন, স্থানীয় কৃষক আবুল হোসেন, জিয়াউল হক, সাইফুল ইসলাম, জুমাইদুল হাসান, ওসমান পারভেজ সোহাগ ও নয়ন। বক্তারা বলেন, বাংলাদেশ কৃষি প্রধান দেশ, এই দেশের মাটি ঊর্বর। একজন দৈনিক লোক দিয়ে কাজ করালে বেতন দিতে হয় ১২০০ টা। সেই হিসেবে এই অসহায় কৃষককে আমরা ৮ জন মানুষ কাজ করে উনাকে সহযোগিতা করেছি। কৃষক বাঁচলে আমরা বাঁচব। নির্বাহী পরিচালক জাহেদুল করিম বলেন, দেশের কল্যাণে কৃষকদের পাশে থাকা প্রত্যেক মানুষের মানবিক দায়িত্ব। বিজ্ঞপ্তি